Siliguri : ফিল্মি কায়দায় সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের সর্বস্ব লুট,গ্রেপ্তার ২
Siliguri
লক্ষী শর্মা : দিনে দুপুরে একেবারে ফিল্মি কায়দায় শহরের ব্যস্ততম এলকার একটি সোনার দোকানে আগ্নেয়স্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা।
আরো পড়ুন : Israel-Iran War LIVE : মার্কিন হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তেল আবিব এবং ইসরায়েলি শহরে বিস্ফোরণ,দেখুন ভিডিও

দু:সাহসিক ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে শিলিগুড়ির হিলকার্ট রোডে। এদিন দুপুরে ক্রেতা সেজা দোকানে ঢোকে ৬ জনের ডাকাত দল। যার মধ্যে ২ জন মহিলা ছিল।
ক্রেতাদের ভিড়ে মিশে থেকে আচমকাই আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রথমে নিরাপত্তারক্ষীকে মারধর করে বেঁধে রেখে সকলের মোবাইল ছিনিয়ে নিয়ে দোকানে থাকা সোনা ও হিরের সামগ্রী লুট করতে থাকে ডাকাত দলটি। লুট করা সামগ্রী তাঁদের দলের দুই মহিলাকে দিয়ে পাচার করে দিয়।
আরো পড়ুন : New Currency : বাজারে আসছে নতুন ১০০ এবং ২০০ টাকার নোট, পুরনো নোটের কী হবে ? কী বলছে RBI,জেনে নিন
সোনার দোকানের সর্বস্ব লুট করে পালাবার আগে গেটে তালা দিয়ে সিড়ি দিয়ে নামার সময় ডাকত দলকে দেখে বাইক পেট্রোলিংয়ে থাকা পানিট্যাংকি ট্রাফিক গার্ডের এক পুলিশ কর্মীর সন্দেহ হয়।
আরো পড়ুন : 1 person dies of dengue : পুরসভা এলকায় ডেঙ্গুর বলি এক, প্রাণ হারাল সপ্তম শ্রেণীর এক ছাত্রী
ডাকাতি করে চারজন দুষ্কৃতী বাইকে চেপে পালাবার সময় তাঁদের মধ্যে একজনকে পাকরাও করে পানিট্যাংকি ট্রাফিক গার্ডের ওই পুলিশ কর্মী। ঠিক সেই সময় চলে আসে ডিউটিতে থাকা পুলিশের মোবাইল ভ্যানও।
এরপরেই একটি বাইক সহ ২ জন দুষ্কৃতীকে পাকরাও করে পুলিশ। কিন্তু দলের বাকি দু’জন দুষ্কৃতী পালাতে সক্ষম হয়। বাজেয়াপ্ত বাইকটি পূর্ব মেদীনিপুরের বলে পুলিশের তরফে জানানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেয়র গৌতম দেব। পুলিশ জানিয়েছে, ধৃতরা হিন্দিভাষী। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীদের সাথে বিহারের যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই দুষ্কৃতীদের সন্ধানে রাস্তায় রাস্তায় নাকা চেকিং শুরু হয়।
আরো পড়ুন : Siliguri : ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিমে লুট, দুষ্কৃতীদের সন্ধানে জোর তল্লাশি অভিযান পুলিশের
উল্লেখ্য দিন কয়েক আগেই শিলিগুড়ি শহরের প্রধান নগড় থানার চম্পাসারি মোর এলকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম ভেঙে আনুমানিক ১০ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটে শিলিগুড়ি। এরপর দু-তিন দিনের ব্যাবধানে রবিবারের ফের সোনার দোকানে লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে।

আরো পড়ুন : Madhya Pradesh : বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে পর পর ৩টি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, এখনো পর্যন্ত গ্রেপ্তার ২