Siliguri : ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিমে লুট, দুষ্কৃতীদের সন্ধানে জোর তল্লাশি অভিযান পুলিশের
Siliguri
লক্ষী শর্মা : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিমে ভেঙে সর্বস্য লুট করে পালাল দুষ্কৃতীরা। রিতিমতো ফিল্মি কায়দায় একটি চারচাকা গাড়ি করে এসে এই লুট চালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

এটিম লুটের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের প্রধান নগড় থানার চম্পাসারি মোর এলকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জানা গিয়েছে আনুমানিক সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা লুটের সময় গ্যাস কাটার দিয়ে দুটি এটিএমের মেশিনের কেটে সমস্ত টাকা লুট করেছে বলে অভিযোগ। লুট করেই পরিবর্তিত নম্বর প্লেটের গাড়ি নিয়ে চম্পট দেয়।
আরো পড়ুন : High Court : বড় জয় রাজ্যের, ১০০ দিনের কাজে রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রকে এরিয়ার সমেত টাকা দিন : মমতা
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধান নগড় থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তদন্তকারী দল এলকার বিভিন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে।
উল্লেখ্য কিছুদিন আগেই একইভাবে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি বাজার এলকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিম ভেঙে প্রায় ৪৫ লক্ষ টাকা লুট করেছিল।
আরো পড়ুন : Chhattisgarh : নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাওবাদী সহ ৩
তদন্তে নেমে এটিম লুটের ঘটনায় ১৫ লক্ষ টাকা সহ ৪ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে এটিএম লুটের বেশিরভাগ টাক নিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে ময়নাগুড়ি কান্ডের পঞ্চম দুষ্কৃতী।
ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের জেলা পুলিশের কাছে সহযোগিতার আর্জি জামিয়েছেন। পাশাপাশি প্রতিটি থানার পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : Fake Note : বাজারে প্রবেশ করেছে উচ্চমানের জাল নোট,কত টাকার নোট? সতর্কতা জারি সরকারের,জেনে নিন