Siliguri : শিলিগুড়িতে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর প্রাণঘাতী হামলা, গ্রেপ্তার ২

Siliguri : শিলিগুড়িতে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর প্রাণঘাতী হামলা, গ্রেপ্তার ২

Siliguri

লক্ষী সরকার : রবিবার দুপুরে শিলিগুড়ি ডেপুটি মেয়র তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা রঞ্জন সরকারের উপর প্রাণঘাতী হামলা চালায় মদ্যপ যুবকদের। ডেপুটি মেয়রের উপর হামলার পরেই পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেন। সোমবার আজ শিলিগুড়ি আদালতে তুলবে পুলিশ।

আরো পড়ুন : Arrest 1-LIVE : বড় সাফল্য STFএর, স্টেশন চত্তর থেকে বিপুল অস্ত্র সহ আটক ১

Siliguri
Siliguri
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

On Sunday afternoon, drunken youths attacked Siliguri Deputy Mayor and senior Trinamool leader Ranjan Sarkar with a deadly weapon. Police arrested two people after the attack on the Deputy Mayor. Police will produce them in the Siliguri court today, Monday

আরো পড়ুন : Darjeeling : রেড পান্ডাকে পেছনে ফেলে স্টার অতিথিকে দেখতে ভিড় পর্যটকদের

According to police sources, the arrested persons are Dibyendu Das and Vijay Sharma. One of the arrested persons is a resident of Bankura in the other district and the other is a resident of Ward No. 4 of Siliguri Municipal Corporation

After Sunday’s incident, Deputy Mayor Ranjan Sarkar posted on social media, saying, “If the city’s Deputy Mayor is not safe, then where is the safety of the common people?” The police immediately took action

আরো পড়ুন : Malda :হোলির রাতে রক্তের রঙে ভাসল মালদা,বাইক থামিয়ে এলোপাথারি কোপ,মৃত যুবক

The deputy mayor was on his way to a nursing home along Hillcart Road on Sunday afternoon after receiving news of the death of a relative. It is alleged that two drunken youths suddenly blocked Ranjan Sarkar’s car and attacked him

Regarding the attack on the Deputy Mayor, Mayor Gautam Deb said, “An isolated incident has taken place. The Deputy Mayor has been attacked. I am asking the police to take immediate action against the accused. From what I have heard, the police have already arrested 2 people”

আরো পড়ুন : Gujrat : নৃশসংতার দৃশ্য, পর পর পথচারীকে মেরে গাড়ির চালক, আরও এক রাউন্ড

Siliguri
Siliguri

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা। ধৃতদের মধ্যে একজন ভিন জেলা বাঁকুড়ার বাসিন্দা এবং অপরজন শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রবিবারের ঘটনার পর ডেপুটি মেয়র রঞ্জন সরকার সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানান, শহরের ডেপুটি মেয়রই যদি নিরাপদ না-থাকেন, তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোথায় ? এরপরেই নড়েচড়ে বসে পুলিশ।

ঘটনাটি ঠিক কী ঘটেছিল

ডেপুটি মেয়র রবিবার দুপুরবেলায় এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে হিলকার্ট রোড ধরে এক নার্সিং হোমে যাচ্ছিলেন। সেবক মোরে আচমকাই দুই মদ্যপ যুবক রঞ্জন সরকারের গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ।

আরো পড়ুন : Chopra : রামজান মাসে রঙের উৎসবে মাতলেন বিধায়ক হামিদুল, দিলেন সম্প্রিতির বার্তা

প্রাণঘাতী হামলা চালানোর পাশাপাশি ভাঙচুড় চালায় ডেপুটি মেয়রের গাড়ি। কনো রকমে সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত চলে যান তিনি। পরে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান তিনি।

প্রাণঘাতী হামলার পর কী বললেন ডেপুটি মেয়র

এই ঘটনার পর রঞ্জন সরকার বলেন আইন আইনের পথে চলবে। আমি দীর্ঘ ২০ বছর ধরে শিলিগুড়িতে রয়েছি। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। পুলিশকে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় কী বললেন মেয়র গৌতম দেব

ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় মেয়র গৌতম দেব বলেন, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘয়েছে। ডেপুটি মেয়রের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশকে বলছি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমি যা শুনেছি ইতিমধ্যেই পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

Siliguri
Siliguri

আরো পড়ুন : Road Accident :দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু সহ মৃত ৭, আহত আরো ১০

Leave a Comment