Siliguri : দাউদাউ করে জ্বলছে চলন্ত পুলকার, ১৪টি শিশুকে বাঁচাতে তরিঘরি যা করল চালক
Siliguri
লক্ষী শর্মা : শিলিগুড়ির একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের পুলকারে ১৪ জন কচিকাঁচাদের নিয়ে যাবার পথে চলন্ত পুলকারেই দাউদাউ করে আগুন লাগল। তরিঘরি পুলকার চালক ককচিকাঁচাদের উদ্ধার শুরু করে।
আরো পড়ুন : Train Haijak : হামলা চালিয়ে আস্ত ট্রেন হাইজ্যাক,৬ সেনাকর্মীর মৃত্যু, চলছে গুলিড় লড়াই

আরো পড়ুন : Bratya Basu : রাজ্যের বেসরকারি স্কুল গুলিকে নিয়ন্ত্রণ ও ফি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা ব্রাত্যর
A fire broke out in a moving pulkar carrying 14 children from an English medium primary school in Siliguri. The driver of the Tarighari pulkar started rescuing the children
The horrific incident took place on Tuesday in the Devidanga area of Champasari, adjacent to Siliguri. However, the van’s passengers were narrowly saved by the quick wit of the pullcar driver
আরো পড়ুন : Big relief in cyber fraud : সাইবার জালিয়াতির ২ কোটি টাকারও বেশি ফেরত দিল পুলিশ, বড় স্বস্তি গ্রাহকদের
After this incident, school in-charge Subrata Palit said on behalf of the school, “Fitness tests are conducted on the vehicles every day. It was done today as well. The vehicle is rented to the school. However, we will investigate why such an incident happened.”
The parents said that they were very scared. The driver’s actions saved the lives of the children for a short while. The school authorities should definitely ensure the safety of the children. Such negligence cannot be tolerated
আরো পড়ুন : Jalpaiguri : অনাথ শিশুকন্যাকে দত্তক নিল স্পেন থেকে আসা সিঙ্গল মাদার ইউলেন্ডা !
ভয়াবহ ঘটনানাটি ঘগেছে মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙ্গা এলকায়। তবে পুলকার চালকের উপস্থিত বুদ্ধিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ভ্যানের কচিকাঁচারা।
এই ঘটনা দেখে এগিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও প্রধাননগর থানার পুলিশ। দমকল পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।
আরো পড়ুন : Bankura : বাহা উৎসব ও বসন্ত বরণ, দুই সংস্কৃতির মিলনমেলা! কী এই উৎসবের বিশেষ আকর্ষণ
পুলকারে অগ্নিকান্ডের ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এই ঘটনার পর স্কুলের তরফে স্কুল ইনচার্জ সুব্রত পালিত বলেন, পুলকারগুলির প্রত্যেকদিন ফিটনেস টেস্ট করা হয়। আজও করা হয়েছিল। গাড়িটি ভাড়াতে খাটে স্কুলে। তবে কী কারনে এমন ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখবো।
আরো পড়ুন : 1 BJP MLA JOINS TMC : শুভেন্দু ঘনিষ্ট বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ! জানালেন দল ছাড়ার কারন
এই বিষয়ে প্রধাননগড় থানার আইসি বলেন, একটি পুলকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই পুলকারে ১৪ জন শিশু ছিল। সব শিশুই নিরাপদে রয়েছে।
আরো পড়ুন : Uttar Pradesh Horror : ফের BJP-শাসিত রাজ্যে এক বালককে ধর্ষণ করে খুন ২ বন্ধুর ! আটক ১
পুলকার চালকের প্রতিক্রিয়া
গাড়ির চালক আক্রম বারা বলেন, আচমকা ইঞ্জিনে একটি বিস্ফোরণের মত শব্দ হয়। আমি তরিঘরি গাড়ি থামিয়ে বাচ্চাদের আগে ভ্যান থেকে একে একে নামিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাই। তাঁর পরেই গাড়িতে আগুন লেগে যায়।
আরো পড়ুন : Jurnalist Murder : বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্য দিবালকে সাংবাদিকে নৃশংসভাবে খুন,চাঞ্চল্য এলকায়
অভিভাবকদের প্রতিক্রিয়া
ঘটনার খবর পেয়ে চোখে মুখে ভিতি নিয়ে অভিভাবকেরা জানায় আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম। চালকের তৎপরতায় অল্পের জন্য শিশুদের প্রাণ বেঁচে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের অবশ্যই উচিত শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই ধরনের গাফিলতি মানা যায় না।
আরো পড়ুন : IND vs NZ Fainal 25 : NZ-কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি ভারতের, পুরস্কার তালিকা এক নজড়ে

আরো পড়ুন : Supreme Court : দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না : সুপ্রিম কোর্ট