Siliguri :লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে পাড়ায় সমাধান ও পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালনে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী

Siliguri :লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে পাড়ায় সমাধান ও পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালনে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী

Siliguri

লক্ষী শর্মা : মঙ্গলবার নকশাল বাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হলো রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। এদিন কর্মসূচি পরিদর্শনে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Parai Samadhan : “পাড়ায় সমাধান” ক্যাম্পে উত্তরবঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশিস, স্থানীয়দের কাছ থেকে শুনছেন সমস্যার কথা

মন্ত্রী উপস্থিত হয়ে ক্যাম্পে আগত সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা কতটা সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখেন। জমি সংক্রান্ত নথি, কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ্যসাথী, সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বৃত্তি প্রভৃতি পরিষেবা নিয়ে বহু মানুষ এই ক্যাম্পে আবেদন করেন।

আরো পড়ুন : Kolkata : কলকাতায় জন্মদিনে পরিচিতদের হাতে গণধর্ষণের শিকার মহিলা, অভিযুক্ত পলাতক

মন্ত্রী জানান, “সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য। মানুষ যাতে দ্রুত সমাধান পান, সেই ব্যবস্থাই করা হচ্ছে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮০ হাজার বুথের জন্য প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন, ছোট ছোট যত সমস্যা রয়েছে তার সমাধানের সিদ্ধান্ত তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।

আরো পড়ুন : Uttar Dinajpur : সভাধিপতির নামে দুইরকম কাস্ট সার্টিফিকেট ইস্যু,এবার রিপোর্ট তলব জাতীয় এসসি কমিশনের, তারপর..

Siliguri
Siliguri

কোন পঞ্চায়েত বা বিডিও নয় সাধারণ মানুষই সিদ্ধান্ত নেবে তাদের কোন কাজটি প্রয়োজন রয়েছে তাদের পাড়ার জন্য তার সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ জানুয়ারির মধ্যেই সেই কাজ সম্পূর্ণ করা হবে।পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিকদের আরও দ্রুততার সঙ্গে আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন।

আরো পড়ুন : New GST Rate LIVE Updates : নতুন জিএসটি হারের লাইভ আপডেট, যেসব পণ্যের উপর কর কমানো হয়েছে তার সম্পূর্ণ তালিকা

ক্যাম্পে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, দূরে দফতরে না গিয়ে এক জায়গা থেকে একাধিক সরকারি পরিষেবা পাওয়া তাদের জন্য বিশেষভাবে উপকারী।

আরো পড়ুন : Arrest 1 person with Brown Sugar : পুলিশ ও এসেসবি’র যৈথ অভিযানে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেপ্তার ১

এছাড়াও এদিন মন্ত্রী বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি লেওসীপাকড়ীতে ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠান ও সরন সভায় উপস্থিত ছিলেন।

Siliguri
Siliguri

আরো পড়ুন : FASTag Breaking : কোন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়েগুলিতে FASTag বার্ষিক পাস বৈধ নয়, দেখে নিন সেই তালিকা

Leave a Comment