Road Accident : স্কুল থেকে বাড়ি ফিরার পথে ৩ খুদেকে পষে দিল মদ্যপ পুলিশের গাড়ি , নিহত ২ তৃতীয়জন গুরুতর আহত
Road Accident
মুনাই ঘোষ : একটি দ্রুতগামী গাড়ি তিন ভাইকে পিষে ফেলে। হাসপাতালে নেওয়ার পথে দুই ভাই মারা যায়। তৃতীয়জন হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে লড়ছে। গুরুতর আহত তৃতীয় শিশুটিকে পিজিআই রোহতকে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : Odisha : বিজেপি শাসিত রাজ্য ফের ধর্ষণ,পুরীর সমুদ্র সৈকতের কাছে প্রেমিকের সামনে কলেজ ছাত্রীকে গণধর্ষণ

ঘটনাটি ঘটেছে দুপুরে উতাওয়াদ গ্রামে। গাড়ি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গাড়ি চালক একজন পুলিশ কর্মচারী এবং নুহ জেলায় কর্মরত। ঘটনাটি নিয়ে উতাওয়াদ গ্রামে শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন : Supreme Court : ‘আমরা সম্পূর্ণ SIR বাতিল করব যদি….’, নির্বাচন কমিশনকে কঠোর ভাষায় জানাল সুপ্রিম কোর্ট
উতাওয়াদ থানার ইনচার্জ ইন্সপেক্টর রেনু শেখাওয়াত জানান, সোমবার দুপুর আনুমানিক আড়াইটা-সাড়ে ৩টায় উতাওয়াদ গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিনের তিন ছেলে- আয়ান, আহসান এবং মোহাম্মদ আরজান একটি বেসরকারি স্কুল থেকে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি গাড়ির চালক তিন শিশুকেই ধাক্কা দেয়।
আরো পড়ুন : Abhishek : পুরুলিয়া ও বীরভূমের নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক, ২৬ নিয়ে দিলেন বিষেষ বার্তা
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তিনটি শিশুই লাফিয়ে পড়ে কয়েক ফুট দূরে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। চালককে হরিয়ানা পুলিশের একজন কর্মচারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি পার্শ্ববর্তী পাহাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নুহ জেলায় কর্মরত। আহত শিশুদের বয়স ১২, ৯ এবং ৭ বছর। আহত শিশুদের নুহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
মেডিকেল কলেজে তাদের পরীক্ষা করার পর, ডাক্তাররা আয়ান (৭ বছর) এবং আহসান (৯ বছর) কে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ আরজানের বয়স ১২ বছর এবং সে পঞ্চম শ্রেণীর ছাত্র। তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর তাকে তাৎক্ষণিকভাবে পিজিআই রোহতকে রেফার করা হয়।
উতাওয়াদ থানার ইনচার্জ ইন্সপেক্টর রেনু শেখাওয়াত বলেন, মৃত শিশুদের ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাড়ি চালক পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।