Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে

Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে

Ritabrata

কেয়া সরকার : তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার মাঝপথে ইস্তফা দেয়। এবার রাজ্যসভার সেই ফাঁকা আসনে শনিবার তৃণমূলের প্রার্থী হিসেবে দলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার প্রার্থী করার বিষয়টি জানানো হয়।

মমতা-অভিষেককে কৃতজ্ঞতা ঋতব্রতর, শুভেচ্ছা জানাল অভিষেকও

তৃণমূলের তরফে ঋতব্রতর নাম ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেন, “যোগ্য নির্বাচন হয়েছে”।

আরো পড়ুন : Civil War In Syria : সিরিয়ায় চতুর্থ শহর দখল নিল বিদ্রোহীরা! ভারতীয়দের জন্য জরুরি নম্বর ঘোষণা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দলের জন্য ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম দলকে সাংঠনিকভাবে মজবুত করেছে। কঠোর পরিশ্রম, কাজের প্রতি আনুগাত্য অবশেষে ফল দেয়। এদিন অভিষেকের পাশাপাশি কুণাল ঘোষও দলের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

Ritabrata
Ritabrata

Ritabratra thanked Mamata Banerjee and Abhishek for becoming a Rajya Sabha candidate in the by-elections

Posting a picture of Mamata Banerjee on social media, Ritabrata wrote, “Tabo Charane Nato Matha”

Although the tenure of this MP is only 15 months

আরো পড়ুন : Mamata-Governor : অবশেষে মমতার পছন্দেই শিল মহর রাজ্যপালের! কোন কোন বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

রাজ্যসভার উপ-নির্বাচনে ঋতব্রত কী অভিজ্ঞ ? কী বলছে তাঁর অতীত ?

ঋতব্রতর জয় শুধু জয়ের অপেক্ষা। রাজ্যসভার উপ-নির্বাচনে যদিও সাধারনত লড়াই হয় না তাই জয় একপ্রকার নিশ্চিত। ঋতব্রতর এই সাংসদের মেয়াদ মাত্র ১৫ মাস। কারন বাকি সময়টা ছিলেন তৃণমূলের জহর। উল্লেখ্য, ঋতব্রত শেষবার সিপিএম দলের হয়ে তিনি ২০১৪ সালে রাজ্য সভার সাংসদ হয়েছিলেন। যদিও পরবর্তীতে ঋতব্রত বিতর্কে জড়িয়ে পড়ায় তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম।

মেয়াদ শেষ হওয়া অবধি তিনি নির্দল সাংসদ হিসেবেই থেকে যান। এরপর তিনি তৃণমূলে যোগদেন। তৃণমূলের যোগদানের পরেই ২০২১সালে তৃণমূল ঋতব্রতকে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্যসভাপতির দায়িত্ব দেয়। এখনো পর্যন্ত তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বেই রয়েছেন।

Ritabrata
Ritabrata

আরো পড়ুন : Sandeshkhali incident Live : বিজেপি নেতার বাড়ির পরিচারিকার রহস্য মৃত্যু! পরিবারের ধর্ষণ করে খুনের অভিযোগ

প্রার্থী হতেই ঋতব্রতর কৃতজ্ঞতা গ্যাপন মমতা ও অভিষেককে

তৃণমূল দলের তরফে ঋতব্রতকে রাজ্যসভার সাংসদ করারপর তিনি তাঁর প্রতিক্রিয়া বলেন, আমি দলের একজন সৈনিক যখন আমাকে যে ভাবে দায়িত্ব দিয়েছে, আমি তা পালন করেছি। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্বের যোগ্য মনেকরেছেন বলে আমি কৃতজ্ঞ।

আমি আপ্রান চেষ্টা করব তাদের দেওয়া দায়িত্ব আরো ভালো করে পালন করার। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে কৃতজ্ঞতা গ্যাপন হিসেবে ঋতব্রত লিখেন, “তব চরণে নত মাথা”

আরো পড়ুন : Joynagar : ধর্ষণ ও খুনের মামলায় ৬১ দিনের মাথায় ফাঁসি, রাজ্য পুলিশকে মমতা-অভিষেকের ধন্যবাদ

তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার উপ-নির্বাচনে ঋতব্রর নামে শিলমোহর দিতেই দলের তরফে শনিবার সন্ধ্যায় তাঁর নাম ঘোষণা করা হয়। এরপরেই আই প্যাক কর্ণধার প্রতীক জৈন তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন।

Ritabrata
Ritabrata

আরো পড়ুন : RBI MPC Meeting 24 LIVE : মুদ্রাস্ফীতির ধাক্কায় উদ্বিগ্ন RBI, এখনই মিলছে না ঋণের চড়া সুদ থেকে রেহাই!

Leave a Comment