কেয়া সরকার : চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য এবার মমতা সরকার নিয়ে এল সুখবর। এবার অবসরভাতা দুই এবং তিন লক্ষ থেকে বাড়ে হল পাঁচ লক্ষ টাকা। অবসরের সময় সময়ে এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন। রাজ্যসরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নীতি কার্যকর করা হল এবং শুধুমাত্র রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্ত যে সকল শিক্ষাকর্মীরা রয়েছে তাঁদের ক্ষেত্রে প্রজয্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এখন থেকে চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, এসএসকে এবং এমএসকে’র শিক্ষাকর্মী, সুপারভাজার, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিলেজ পুলিশ ভোলেন্টিয়ার, অক্সিলারি ফায়ার অপরেটার, অ্যাকাডেমিক, হোমগার্ড ভলান্টিয়ার ও আশকর্মীরা এই সুবিধা পাবেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডায় ওই বিজ্ঞপ্তি সকলের জন্য শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী।