RBI Breaking : ক্রমশ পড়ছে টাকার দাম,বিদেশি মুদ্রার ভান্ডারে বড় পতন,সোনার মজুত বাড়াচ্ছে RBI
RBI Breaking
লক্ষী শর্মা : দেশের বিদেশি মুদ্রা ভান্ডারে বড় পতন। ১০ জানুয়ারী শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে দাঁড়িয়েছে ৬২.৫৮৭.১ কোটি ডলার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) দেওয়া তথ্য অনুযায়ী, ৮৭১.৪ কোটি ডলার থেকে পতন হয়ে দাঁড়িয়েছে ৬২.৫৮৭.১ কোটি ডলার।
Table of Contents
তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার ভাfন্ডারে আগের রিপোর্টিং সপ্তাহের তুলনায় $ ৮.৭ বিলিয়ন কমেছে যখন এটি ১০ মাসের সর্বনিম্ন $ ৬৩৪.৫৯ বিলিয়নে নেমে এসেছে। RBI দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য দেখায় যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ১০ মাসের সর্বনিম্নে রয়েছে।

আরো পড়ুন : Arrest of Saif attack 1 : গ্রেপ্তার সাইফের উপর হামলাকারী, বাংলাদেশী যোগ ? কী জানাচ্ছে পুলিশ ? রইল বিস্তারিত
The price of money is gradually falling, a big fall in foreign exchange reserves, RBI is increasing gold reserves
What measures has the RBI taken in the fall of foreign currency reserves?
The Reserve Bank of India has said that the RBI is spending a large amount of dollars from foreign currency reserves to prevent the fall in the price of rupees
The Reserve Bank of India claims that the Reserve Bank has increased the gold reserves even though the foreign exchange reserves have decreased. The yellow metal has been increased by $79.20 crore, the RBI said. In total, gold worth $67,88.3 crore is currently held by the RBI
A major decline in the country’s foreign exchange reserves. Foreign exchange reserves fell to $62,587.1 crore in the week ended January 10. According to data provided by the Reserve Bank of India (RBI), there was a decline from $ 871.4 crore to $ 62.587.1 crore
আরো পড়ুন : Encounter : কোন পরিস্থিতিতে,কখন,কীভাবে সাজ্জাক ইনকাউন্টার, জানাল জাভেদ শামিম
বিদেশি মুদ্রা ভান্ডারের পতনে কী ব্যবস্থা নিয়েছে আরবিআই ?
টাকার দামের পতন ঠেকাতে বিদেশি মুদ্রা ভান্ডার থেকে আরবিআই বিপুল পরিমাণে ডলার খরচ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনটাই জানিয়েছে তাঁরা।
আরবিআই-এর দাবি, বিদেশি মুদ্রা ভান্ডার কমে গেলেও সোমান মজুত বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এই বিষয়ে জানিয়েছে, ৭৯.২০ কোটি ডলার মূল্যের হলুদ ধাতুর পরিমান বৃদ্ধি করানো হয়েছে। সব মিলিয়ে বর্তমানে আরবিআইয়ের কাছে ৬৭,৮৮.৩ কোটি ডলার মূল্যের সোনা।
আরো পড়ুন : Duare Sarkar : নতুন বছরে শুরু হতে চলেছে ফের দুয়ারে সরকার, ৩৭ পরিষেবা কবে চালু কবে শেষ ?

উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে ডলারের নিরিখে লাগাতার পতন হয়েই চলেছে টাকার দাম যার জেরে এক প্রকার অস্থিরতা তৈরী হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতেই এই হস্তক্ষেপ আরবিআইয়ের।
কেন্দ্রীয় ব্যাঙ্কের দেওয়া তথ্য
চলতি বছরের (২০২৫) ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে কেন্দ্রীয় ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বিদেশি মুদ্রা ভান্ডারে ছিল ৬৩,৪৫৮.৫ কোটি ডলার। যা গত বছর (২০২৪) সেপ্টেম্বরে ছিল ৭০,৪৮৮.৫ কোটি ডলার। যা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল বিদেশি মুদ্রার ভান্ডার।
আরো পড়ুন : RG Kar Judgement today-Live : ১৬২ দিন পর আজ সাজা ঘোষণা আরজি কর খুন ও ধর্ষণকারী সঞ্জয়ের! নজড় গোটা দেশের
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারী শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডারে বিদেশি মুদ্রার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায়িছে ৯৪৬.৯ কোটি ডলার। ওই সম্পদ কমে দাঁড়িয়েছে ৫৩,৬০১.১ কোটি ডলার।
আরবিআই (RBI)জানিয়েছে ভারতে বৈদেশিক মুদ্রা ভান্ডারের সম্পদের মধ্যে ডলার ছাড়াও রয়েছে আমেরিকা বহির্ভূত দেশের মুদ্রা ইয়েন ,ইউরো এবং পাউন্ড। বর্তমানে ডলার শক্তিশালী হওয়ায় এই মুদ্রাগুলিরও অবমূল্যায়ন হয়েছে।

আরো পড়ুন : Death of 1 Accused Live : পুলিশের গুলিতে মৃত্যু গোয়ালপোখরে পুলিশের ওপর হামলাকারী সাজ্জাদের