RBI : সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে বিপুল জরিমানা, এর কোপে কটি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের
RBI
কেয়া সরকার : ঋণ এবং ব্যাঙ্কের নিয়ম কানুন ভাঙার অভিযোগে একটি সরকারি ও দুটি বেসরকারি মোট ৩টি ব্যঙ্কে বিপুল পরিমানে জরিমানা করল আরবিআই। এরপরেই প্রশ্ন উঠছে কী হবে এই সকল ব্যাঙ্কের গ্রাহকদের।

আরো পড়ুন : Android Phone : ঠিক কদিন স্মার্টফোন ব্যবহার না করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইল, জেনে নিন এখনি
রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোপে পড়ার তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিকে মোট ১ কোটি ৩০ লক্ষ জরিমানা করেছে আরবিআই।
ব্যাঙ্কের গ্রাহকদের উপর কী কনো প্রভাব পড়বে ?
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, তিনটি ব্যাঙ্কেকে ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে ত্রুটির জন্য এই জরিমানা করা হয়েছে। এই তিন ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত গ্রাহকদের যে চুক্তি রয়েছে তা যাতে লঙ্ঘিত না হয় সেই কারনে ব্যাঙ্কের গ্রাহকদের উপর কনো প্রভাব পড়বে না।

আরো পড়ুন : SC Breaking : খান্নার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন “ভূষণ রামকৃষ্ণ গাভাই”, কবে? তিনি কে ?
ওই তিন ব্যাঙ্ককে কাকে কত জরিমানা দিতে হবে ? কি জানাচ্ছে আরবিআই ?
আরবিআই জানিয়েছে, ঋণে নিয়ম খিলাপের জন্য কোটাক মহিন্দ্রাকে জরিমানা দিতে হবে ৬১.৪ লক্ষ টাকা। অপরদিকে “নো ইয়োর কাস্টমার (কেওয়াইসি) বা গ্রাহকের তথ্য সংক্রান্ত নির্দেশিকা মেনে চলেনি আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ৩৮.৬ লক্ষ টাকা।
আরো পড়ুন : Robert Vadra : ইডির দ্বিতীয় সমন, সমর্থকদের সাথে ইডির অফিসে হাজির ভাদ্রা, বললেন রাজনৈতিক প্রতিহিংসা
এছাড়াও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহক পরিষেবা পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযো রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ২৯.৬ লক্ষ টাকা।

আরো পড়ুন : KalIghat Skywalk : আজ চৈত্র সংক্রান্তিতে খুলছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধনের আগে কী বললেন মমতা