Rath Yatra 2024 : এবারের রথযাত্রা হবে দু’দিন ! ৫৩ বছর পর এমন যোগ, মাঝ পথে গিয়ে থেমে যাবে এবার পুরীর রথ

অনুশিবা সেন : সেজে উঠেছে পুরী মন্দির। রিতি মেনে ওড়িশার পুরী জগন্নাথ মন্দির থেকে আজ বের হবে পুরীর রথ। ৬২৮ তম বর্ষে পা রাখল পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবির রথযাত্রার উৎসব। এবারের রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এই রথে চেপেই গুন্ডিচায় মাসির বাড়ি যাবে জগন্নাথ,বলরাম ও সুভদ্রা।

গ্রহ-নক্ষত্রের হিসেবে ৫৩ বছর পর এই বিড়ল যোগ এসেছে। অর্থাৎ সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। অর্থাৎ প্রিতবারের ন্যায় এবারো পুরী থেকে আজ বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান দেবে দেশের লক্ষ লক্ষ মানুষ। সেই তালিকায় রয়েছে বিদেশি ভক্তরাও

কিন্তু ১৯৭১ সালের পর এবার কিছুটা দুরে গিয়েই থমকে যাবে রথের চাকা। পুণরায় আবার কাল শুরু হবে রথ যাত্রা। ঠিক সাতদিন পর উল্টোরথে পুরী মন্দিরে ফিরে আসবে জগন্নাথ,বলরাম,সুভদ্রা।

Leave a Comment