Rampurhat Shootout Live : রামপুরহাটে প্রকাশ্য দিবালকে শুটআউট! পাথর ব্যাবসায়ীকে খুন, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী
Rampurhat Shootout Live
এসকে মোতাহার হোসেন : রামপুরহাটে দিনে দুপুরে পাথর ব্যাবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাথর ব্যাবসায়ী। ঘটনাটি ঘটেছে বিরভূমের রামপুরহাট থানার শালবাদরা শিল্পাঞ্চলে একটি পেট্রোল পাম্পের সামনে।

জানা গিয়েছে, এদিন ( ) সকাল ১১টা থেকে ওই এলকায় ছিলেন পাথর ব্যাবসায়ী। এবং তাঁর কাছে যে পাথর শিল্পাঞ্চলের সাপ্তাহিক লেবার পেমেন্ট দেবার টাকার ব্যাগ ছিল, সেই ব্যাগে বেশ কিছু টাকা ছিল।
এরপরেই আট থেকে দশ জনের একটি দুষ্কৃতির দল টাকা লুটের জন্য তাঁর উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এবং তাঁকে একদম কাছ থেকে তাঁর বুকে গুলি চালায়।
আরো পড়ুন : Malda :প্রকাশ্যে AK-47 রাইফেল নিয়ে ঘুরে বেড়ানো সহ জোড়া ফেক ভিডিও, আসল তথ্য সামনে আনল পুলিশ,সাথে সতর্ক
গুলিবিদ্ধ হয়ে ওই পাথর ব্যাবসায়ী মাটিতে লুটিয়ে পড়লে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতির টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপর স্থানীয়রা পাথর ব্যাবসায়ী সুদীপ বাস্কেকে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার বিরাট পুলিশ বাহিনি। স্থানীয়রা রিতিমতো আতঙ্কের থেকে জানায় শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন পাথর ব্যাবসায়ী। আচমকা ৮ থেকে ১০ জনের দুষ্কৃতিরা এসে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
প্রকাশ্য দিবালকে ব্যাবসায়ীকে শুটআউটের ঘটনায় রিতিমতো আতঙ্কিত এলকার ব্যাবসায়ী থেকে স্থানীয়রা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
