Raiganj University : উঠল আন্দোলন, বিধায়ক কৃষ্ণর হস্তক্ষেপে দু’মাস পর স্বাভাবিক হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়!

Raiganj University : উঠল আন্দোলন, বিধায়ক কৃষ্ণর হস্তক্ষেপে দু’মাস পর স্বাভাবিক হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়!

Contents

Raiganj University

শান্তি রঞ্জন দাস : রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হস্তক্ষেপে দু’মাস ধরে চলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অ-শিক্ষক কর্মীদের বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করল। নভেম্বর থেকে, অশিক্ষক কর্মচারীরা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল

Table of Contents

এই আন্দোলনের জেরে অচলবস্থা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। এই আন্দোলনের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরীক্ষা গ্রহণ সব পিছিয়ে যায়। পিছিয়ে যায় পঠন-পাঠন থেকে অফিসের যাবতীয় কাজকর্ম।

আরো পড়ুন : This Time HMPV In Assam : এবার অসমে এইচএমপিভি, আক্রান্ত ১০ মাসের শিশু, দেশে বেড়ে মোট ১১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Raiganj University non-teaching staff temporarily end month-long protest after talks

On Friday, Krishna Kalyan, the Trinamool MLA of Raiganj, spoke to the agitators. After talks with him, employes decided to withdraw their protests

We temporarily withdraw our demonstration on the request of the MLA, said Tapan Nag

আরো পড়ুন : Bangla Got Big Money : প্রাপ্য অর্থের জন্য দীর্ঘ লড়াই মমতার, মান্যতা কেন্দ্রের, বাংলা পেল মোটা অর্থ! লাভ হল বাকি রাজ্যেরও

প্রায় চার মাস আগে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দীপক কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তপন নাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।

সেই নোটিশের পর তপন নাগ শোকজের জবাব দেন কিন্তু ভাইস-চ্যান্সেলর দীপক কুমার রায় এতে সন্তুষ্ট হননি এবং শেষ পর্যন্ত বরখাস্তের পথে বেছে নেন।

Raiganj University
Raiganj University

আরো পড়ুন : Death In Road Accident 1: ফের কলকাতা শহরে বেপরোয়া গতির বলি ১,আহত ৩! আটক ড্রাইভার ও কন্ডক্টর

সাময়িক বরখাস্তের প্রতিবাদে অশিক্ষক কর্মচারীরা ৩ ডিসেম্বর ভাইস-চ্যান্সেলরকে তার চেম্বারে রাতভর অবরুদ্ধ করে রাখে। সেই সময় ভাইস-চ্যান্সেলরকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

কিন্তু এরপর অশিক্ষক কর্মচারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন। অভিযোগ “ভিসি” তখন থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখেননি এবং বাড়ি থেকে সমস্ত কাজ চালিয়ে গিয়েছেন। অপর দিকে এই বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাসসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

আরো পড়ুন : 4 Arrested : বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের, বিহারে উদ্ধার বিপুল অস্ত্র ,আটক ৪

এরপর শুক্রবার, রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বিধায়কের সাথে আলোচনার পর কর্মীরা তাদের বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

বিধায়কের অনুরোধে অশিক্ষক কর্মচারীরা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ জানান আমরা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে আলোচনার বিধায়কের অনুরোধে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করলাম।

Raiganj University
Raiganj University

আরো পড়ুন : 5 Murders In One Family : নৃশংস খুন, মেঝেতে পড়ে রয়েছে মা-বাবা ও ৩ শিশুর রক্তাক্ত দেহ, নারকীয় খুনের তদন্তে পুলিশ

Leave a Comment