Raiganj LIVE : অল্পের জন্য রক্ষা পেল যাত্রী বোঝাই টেম্পো,আচমকাই গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত বট গাছ, তারপর….
Raiganj LIVE
মুনাই ঘোষ, প্রিতম সিং : অল্পের জন্য প্রাণে রক্ষাপেল যাত্রী বোঝাই তিন চাকার টেম্পো। এদিন রায়গঞ্জ থেকে হেমতাবাদগামী একটি টেম্পো যাত্রী নিয়ে হেমতাবাদের উদ্দেশ্যে রওনা দেয়।
তিন চাকার গাড়িটি শিলিগুড়ি মোরের ট্রাফিকের কিছুটা আগে পৌঁছতেই রাস্তার ধারে থাকা একটি বৃহৎ বট গাছের একটি বড় আকারের মোটা ডাল আচমকাই ওই চলন্ত তিন চাকা গাড়ির উপর ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ভেতরে অবস্থিত রাজ্য সড়কে। অল্পের জন্য প্রাণে রক্ষাপায় গাড়ির চালক, প্রাণে বেঁচে যায় টেম্পোর যাত্রীরাও।
আরো পড়ুন : Samik Bhattacharya : অল্প সময়ের অপেক্ষা, বঙ্গ বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যকে
এক প্রত্যক্ষদর্শী জানান, ঝড় বৃষ্টি ছাড়াই আচমকাই বট গাছের একটি বিরাট ডাল রানিং টেম্পোতে গাড়ির সামনের দিকে ভেঙে পড়ে। গাড়ির সামনের দিকে পড়ায় অল্পের জন্য চালক ও যাত্রীরা রক্ষা পায়।
ঘটনার খবর পেয়ে ঢিলছোড়া দুরত্বে থাকা শিলিগুড়ি মোড়ের ট্রাফিকের কর্তব্যরত পুলিশ কর্রমীরা ছুটে আসে। গোটা রাস্তা জুড়ে গাছের ডালটি পড়ায় পুরো রাস্তা বন্ধ হয়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
তবে ভেঙে পড়া বট গাছের ডালটি বৃহৎ হওয়ায় এখনো সড়ানো সম্ভব হয়নি। খবর পেয়ে পৌঁছেছে রায়গঞ্জ পুরসভার বিশেষ দল। পৌঁছয় দমকলে একটি ইঞ্জিন।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন