Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
Raiganj Breaking
শান্তি রঞ্জন দাস : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত রায়গঞ্জে মেডিক্যাল কলেজে ও হাসপাতালে তৈরি হতে চলেছে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক। স্বাস্থ্য ব্যবস্থায় যা জেলাবাসির জন্য এটি একটি বড় খবর।
Table of Contents
এর ফলে মুমূর্ষু রোগীকে নিয়ে আর ছুটতে হবে না এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। রায়গঞ্জ মেডিক্যালে সিসিবি হবার পর এক ছাদের তলায় একাধিক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে বলে মনে করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!
A 50-bed critical care block is going to be constructed at Raiganj Medical College and Hospital located in Raiganj of North Dinajpur district. This is big news for the district residents in the health system
Earlier, since Raiganj Medical College and Hospital did not have this facility, patients’ families had to rush from Siliguri to Kolkata to save the lives of mumurshu patients
It has been reported that the land has already been identified, the construction of a modern “50-bed critical care block” near Raiganj Medical College and Hospital morgue is going to start very soon
পূর্বে রায়গঞ্জ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে এই ব্যবস্থা না থাকায় মুমুর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে শিলিগুড়ি থেকে কলকাতা ছুটো ছুটি করতে হত রোগীর পরিবারকে।

আরো পড়ুন : Delhi Election Result 25 LIVE : দিল্লির দিলে কে? চলছে ভোট গনণা কে এগিয়ে কে পিছিয়ে? এক ক্লিকেই জেনে নিন
রোগীদের প্রাণ বাঁচাতে হাসপাতালে স্থানান্তরিত করার সময় মাঝ রাস্তায় রোগীরমৃত্যুর নজিড়ও রয়েছে। তাই সেই যায়গা থেকে অবশেষে কোথাও চুটো ছুটি না করে এবার রায়গঞ্জ মেডিক্যালেই মিলতে চলেছে উন্নত চিকিৎসা।
উল্লেখ্য , কয়েক বছর আগেই সিসিবি’র অনুমোদন পেয়ে গিয়েছে। কিন্তু নানা কারণে সেই কাজ শুরু করতে পারেনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ।
আরো পড়ুন : Abhishek : অর্থমন্ত্রীর বাজেটের বিরুদ্ধে সংসদে অভিষেক !গড়িবের থেকে নিয়ে ধনীর ট্যাক ভরাচ্ছে বিজেপি
ইতি মধ্যেই জমিও চিহ্নিত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গের কাছেই আধুনিক “৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক” তৈরির নির্মাণ কাজ খুব দ্রুত চালু হতে যাচ্ছে।
আরো পড়ুন : Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ
এবার দীর্ঘসময়ের পর অবশেষে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক বা সিসিবি তৈরির অনুমোদন এসেছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এর ফলে সিসিবি তৈরিতে আর কনো বাঁধা রইলনা।

আরো পড়ুন : Breaking : সাতসকালে নিউটাউনে ঝোপ থেকে উদ্ধার এক তরুণীর অর্ধনগ্ন মৃত দেহ,তদন্তে পুলিশ
