Police Family: মা-বোনকে নিয়ে কেনো গালাগালি ?প্রতিবাদে পথে পুলিশের স্ত্রী ও সন্তানেরা, শুভন্দু কে নিয়ে কী বললেন..
Police Family
কেয়া সরকার : পশ্চিবঙ্গের রাজধানির শহরের বুকে বিভিন্ন ধরনের প্রতিবাদি মিছিল, মিটিং, জনসভা হতে দেখা গিয়েছে। কিন্তু এবার এই শহর দেখল এক অন্যরকম প্রতবাদ।
আরো পড়ুন : Abhishek : SIR -এ আপত্তি নেই জানালেন অভিষেক,কিন্তু কোন বড় শর্ত দিলেন দিল্লি উড়ে যাওয়ার আগে….

মঙ্গলবার পথে নামলেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা। স্ত্রী থেকে সন্তান সকলেই পথে নামেন। সেই পথ থেকেই প্রশ্ন উঠল কেন পুলিশকে এই ভাবে নিগ্রহ করা হল ?
আরো পড়ুন : Weather Breaking : ভারতের এই রাজ্যগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডি
এদিন পুলিশের পরিবারের তরফে অভিযোগ করা হয় নবান্ন অভিযান চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে কুকথা বলা হয় এবং পুলিশকে ফেলে পেটানো হয়। এছাড়াও এক পুলিশ কর্মী ভাইকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে।
আরো পড়ুন : FASTag Breaking : গাড়িতে ফাস্ট্যাগ এর বার্ষিক পাস কি বাধ্যতামূলক নাকি আপনি তা বাতিল করতে পারেন? জেনে নিন
তাঁদের বাড়ির সন্তান থেকে স্ত্রী পথে নামে গর্জে ওঠেন পুলিশ কর্মীদের পরিবারের লোকজন। তাঁরা বলেন নবান্ন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নগরপালকে বাজে ভাষায় কথা বলেছেন। যা কনোমতেই মামা যায় না।
আরো পড়ুন : LPG Sylinder Prices Reduced : মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমল রান্নার গ্যাসের, কোথায় কত কমল দেখে নিন
ধিক্কার জানিয়ে পুলিশ কর্মীর স্ত্রীরা বলেন, বিরোধী দলনেতার সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করছে। আমাদের পরিবারের মান সন্মান রাখে না।
আমাদের ভাই-স্বামীরা রাস্তায় ডিউটি করছেন। পুলিশকে লক্ষ করে কেউ বলছেন বৌ-বিক্রি করে, কেউ বলেছে পুলিশ মাকে বিক্রি করে। এটা কনো মতেই মানা যায় না।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন