Physically Assaulted Indian Air Force 1 Female Staff : ধর্ষণের শিকার এবার ভারতীয় বায়ু সেনার এক মহিলা কর্মী!
Physically Assaulted Indian Air Force 1 Female Staff
অমিত শর্মা : এবার ধর্ষণের শিকার ভারতীয় বায়ু সেনার এক মহিলা কর্মী। অভিযোগ উঠল বায়ুসেনারই এক কম্যান্ডারের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগকারীণী একজন ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার। সেই অভিযোগকারীণীর বয়ানের ভিত্তিতে জম্মু-কাশ্মিরের বাদগামে এফআইয়ার দায়ের করা হয়েছে। অভিযোগকারীণী ফ্লাইং অফিসারের দাবি তিনি দু’বছর ধরে হেনস্থা, যৌন নিগ্রহ ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন।
Table of Contents
অভিযোগের পাওয়ার পরেই বাগদাম পুলিশ স্টেশনের তরফে শ্রীনগর বায়ুসেনা ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে। বায়ুসেনার তরফেও জানানো হয়, বিষয়টি সম্পর্কে তারা অবগত। পুলিশকে তদন্তে সবরকম সহযোগীতা করবে বায়ুসেনা। অভিযোগকারীণী জানান, কী করব বুঝতে পারছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ২০২৩ সালের নিউইয়ার পার্টিতে যোগ দিতে ছিলেন তিনি।
A female employee of the Indian Air Force was raped this time
An FIR has been filed in Badgam, Jammu and Kashmir based on the statement of the complainant
Allegations were made against a commander of the Air Force

সেখানে তাঁর অভিযুক্ত শীর্ষকর্তা নতুন বছরের উপহার দেবে বলে তাঁর রুমে নিয়ে যায়। সেখানে জোর করে স্তনে হাত দেয়, ওরালসেক্স করতে বাধ্য করেন এবং তাঁর সাথে যৌন হেনস্তা করেন। ধাক্কা দিয়ে কনমতে সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। যদিও তিনি জানান এর আগেও তাঁর সাথে এমন ঘটনা ঘটিয়েছিল। সেই সময় ওই অভিযুক্ত শীর্ষকর্তা আমার অফিসে এসে আমায় রিপোর্ট করতে বারণ করেছিল।

এরপর দুই মহিলা অফিসারের সাহায্য নেই এবং ওই শীর্ষকর্তার বিরুদ্ধে অভিযোগ জানাই। কার্নেল র্যাঙ্কের এক কর্তা এই তদন্ত শুরু করলেও অভিযুক্তকে জানুয়ারি মাসে জেরা করার পর মামলা বন্ধ করে দেয়। সুরাহা না পেয়ে এরপর দু’মাস বাদে ফের ইন্টারনাল কমেটির কাছে অভিযোগ জানানো হলেও কনো সুরাহা হয়নি।
তিনি বলেন খুবি দু:খজনক যে তাঁর একাধিকবার মেডিক্যাল টেস্ট করানোর কথা বলা হলেও তাঁর পরীক্ষা করানো হয়নি। বারবার অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এরপর আর কনো পথ খুজে না পেয়ে শ্রীনগরের বাদগাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Physically Assaulted Indian Air Force 1 Female Staff
আরজি কর কান্ডের আবহেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নাড়ি নির্যাতন এবং ধর্ষণের ঘটন। তিলত্তমার মৃত্যুর ঘটনায় অভিযুক্তের সাস্তির দাবিতে পথে নেমেছে প্রতিবাদ করতে দেখা গেছে সাধারন মানুষ থেকে বিদ্ধিজিবি মহল, স্কুল পড়ুয়া, আইনজীবী। কিন্তু ভারতীয় বায়ু সেনার এক মহিলা কর্মী ধর্ষণের শিকারের ঘটনায় ফের প্রশ্ন উঠল শুধু একটি রাজ্য নয় এই সমস্যা সমগ্র দেশ জুড়ে।