Pension Schemes : পেনশনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না,পরিবহণ ও নির্মাণ শ্রমিকদের আবেদন এই পদ্ধতিতে, কবে চালু ?
Pension Schemes
তীর্থঙ্কর মুখার্জি : চাকরির মেয়াদ শেষ হবার পর এর আগে পেনশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যের পরিবহণ ও নির্মাণ ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকদের।
আরো পড়ুন : Jammu and Kashmir : মেঘ ফেটে রামবানে আকস্মিক বন্যা ও ধসে ৩ জনের মৃত্যু,চলছে উদ্ধার কাজ

আরো পড়ুন : Encounter : পালাবার সময় গণধর্ষণের মূল অভিযুক্তকে এনকাউন্টার, মাটিতে লুটিয়ে পড়লে গ্রেপ্তার অভিযুক্ত
এবার থেকে পেনশনের জন্য আর আলাদাভাবে আবেদন করতে হবে না। এখন থেকে ৬০ বছর পূর্ণ হলে অনলাইনে আবেদন জানালেই হবে। রাজ্য সরকারের শ্রমদপ্তরের তরফে শুরু হতে যাচ্ছে এই নতুন ব্যবস্থা।
পূর্বে নিয়মে পেনশন আবেদনে হ্যাপা পোহাতে হতো। হাতে ফ্রম পূরণ করে জেলা দপ্তর ঘুরে নথিপত্র জমা দিতে হত। সেখান থেকে কলকাতার সদর দপ্তরের পাঠানো হত সেই ফ্রম। যাচাইয়ের কাজ সম্পন্ন হতে সময় লেগে যেতো ছয় থেকে আট মাস। এবর থেকে অনলাইনে আবদেনের নতুন ব্যবস্থায় সব ঠিক ঠাক থাকলে এক মাসেই পেনশন চালু হবার সম্ভবনা থাকছে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা।
গত বছর থেকে এক নতুন নিয়মে বলা হয়েছে, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লেখান, তা হলেই তাঁরা স্বয়ংক্রিয়ভাবে পেনশনের যোগ্য বলে বিবেচিত হবে।
আরো পড়ুন : RBI : সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে বিপুল জরিমানা, এর কোপে কটি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের
পেনশন চালু হলেও তার অঙ্ক নির্ভর করে একজন শ্রমিক কবে কবে প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তার উপর। যদি কনো শ্রমিক ৪০ বছর বয়েসে নাম লিখান, সেই ক্ষেত্রে ৫৫ বছর পর্যন্ত প্রতি বছর ১০ টাকা করে অতিরিক্ত টাকা যুক্ত হবে। অর্থাৎ ১৫ বছরে ১৫০ টাকা বেশি পেনশন পাবেন।

আরো পড়ুন : Android Phone : ঠিক কদিন স্মার্টফোন ব্যবহার না করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইল, জেনে নিন এখনি
তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪৪ লক্ষ পরিবহন ও নির্মাণ শ্রমিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ৪৫ হাজার ৫০০ জন এখন নিয়মিত পেনশন পাচ্ছেন।
পেনশন পেতে মানতে হয় নির্দিষ্ট শর্ত। বিল্ডিং এন্ড আদার কস্ট্রাক্সশন ওয়ার্কার্স অ্যাক্ট, ১৯৯৬ এবং ওয়স্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশাল সিকিউরিটি স্কিম, ২০১০ -এর অধিনে রাজ্যের নির্মাণ ও পরিবহণ শ্রমিকেরা ৬০ বছর পূর্ণ হলে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত পেশন পেয়ে থাকে।

আরো পড়ুন : KalIghat Skywalk : আজ চৈত্র সংক্রান্তিতে খুলছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধনের আগে কী বললেন মমতা