Nabanna CM-Mamata : ভেবে ছিলাম আজ সমাধান হবে,’ওরা বিচার চায় না, চেয়ার চায়’ : মুখ্যমন্ত্রী

Nabanna CM-Mamata : ভেবে ছিলাম আজ সমাধান হবে,’ওরা বিচার চায় না, চেয়ার চায়’ : মুখ্যমন্ত্রী

বিষয় সূচী:-

Nabanna CM-Mamata

তীর্থঙ্কর মুখার্জি : লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না মেলায় নবান্নে পৌঁছেও বৈঠক করলে না আন্দলোনকারী জুনিয়ার ডাক্তাররা। এদিন বিকেল থেকেই ছিল টানটান উত্তেজনা। কেন ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের অনুমতির দাবি মানা হচ্ছে না যুক্তি দিয়ে ব্যাক্ষা দিলেন মুখ্যসচীব এবং ডিজি রাজীবকুমার। মুখ্যসচীব বলেন, যেটা মানুষকে সরকার জানাতে চায় সেইটুকুই লাইভ স্টিমিং করা হয়।

Table of Contents

একটা লিমিট রয়েছে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য সভাঘরে উপস্থিত রয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে। ঘড়িতে তখন সন্ধ্যা ৭ টা এই পরিস্থিতির আসরে নামে খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, পৌনে থেকে ৫ টা থেকে ৭ টা বাজে। দু’ঘন্টা অপেক্ষা করছিলাম কারন বৈঠক ডেকে আমরাই চিঠি দিয়েছিলাম। গত দুদিন ধরে অপেক্ষা করেছিলাম।

আরো পড়ুন : 1 student injiure in school : রায়গঞ্জের এক নামি স্কুলে ছাত্রীর হাতে আক্রান্ত ক্লাসের সহপাঠী ছাত্র

যে আমদের চিকিৎসক ভাই বোনেদের শুভবুদ্ধির উদয় হবে। কনো শর্ত নিয়ে নয়। খোলা মনে কথা বললে সমস্যার সমাধান হয়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। লাইভ স্টিমিং করা যাবেনা কেন কারন তুলে ধরে সাফ বলেন, সুপ্রিম কোর্ট লাইভ দেখাতে পারে কিন্তু আমরা পারি না।

Nabanna CM-Mamata
Nabanna CM-Mamata
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata rape-murder : Protesting Doctors Arrive at Nabanna, reduce to meet until CM Accept Live-Teleast Demand

বিচারাধীন কেস এটা। এখন এই কেস কোর্টের আওতায় রয়েছে। ফলে তাঁর গন্ডির মধ্যেই থাকতে হবে। সেই কারনেই স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা তিনটি ক্যামেরা রেখেছিলাম ভিডিও করার জন্য। আমরা পরে শেয়ার করে দিতাম। ওরা ঠিকই বলেছেন একবার আমরাই লাইভ সম্প্রচার করেছিলাম, কিন্তু তখন কেসটা সুপ্রিম কোর্টের আওতায় ছিল না আর সিবিআই তদন্ত করছিল না।

Nabanna CM-Mamata
Nabanna CM-Mamata

আন্দোলনের জেরে স্বাস্থ্য ক্ষেত্রে অচলবস্থা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। দায়িত্ব মনে করালেন ডাক্তারদের। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। আজ নবান্নের দোড়গোড়ায় এসেও বসলেন না। এরপর ওরা যদি ওনারা বসতে চায়, আমি আমার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিকে বলবো আপনারা বসুন। আমরা কোন একশন নেবনা।

Leave a Comment