Murder : চালকের সাথে বচসা,ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ব্যাবসায়ীর দেহ ,গ্রেপ্তার ২
Murder
তীর্থঙ্কর মুখার্জি : আবারো ক্যাবে রাখা ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল যুবকের দেহ। কুমোরটুলির পর এবার ঘটনাস্থল কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই ঘটনায় এক যুবক গ্রেপ্তার হলেউ ওপর এক যুবক পালাতক।

আরো পড়ুন : Siliguri : দাউদাউ করে জ্বলছে চলন্ত পুলকার, ১৪টি শিশুকে বাঁচাতে তরিঘরি যা করল চালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দু’জন যুবক দমদম নাগেরবাজার এলকা থেকে রাত ৯ টার ১০ মিনিটের নাগাদ একটি অ্যাপ ক্যাব বুক করে তাতে একটি বস্তা ও ট্রলি ব্যাগ নিয়ে গাড়িতে ওঠে তাঁরা।
Once again, the body of a youth has been recovered from inside a trolley bag kept in a cab. After Kumartuli, this time the incident took place on the Kalyani Expressway. While one youth has been arrested in this incident, another youth is absconding. He was also arrested by the police later
According to police sources, two youths booked an app cab from the Dumdum Nagerbazar area on Tuesday at around 9:10 pm and got into the car with a sack and a trolley bag
আরো পড়ুন : Train Haijak : হামলা চালিয়ে আস্ত ট্রেন হাইজ্যাক,৬ সেনাকর্মীর মৃত্যু, চলছে গুলিড় লড়াই
The two youths asked the cab driver to stop the car at a dark place near Ghola Mahishpata, near the Kalyani Expressway, after passing through Muragacha Bridge. As soon as the trolley got out of the car, the cab driver became suspicious when he saw the trolley bag. When he asked, he got into an argument with the cab driver
The body, which was recovered in a trolley bag, was wrapped in cellophane tape on its face. Upon receiving the information, a large police force from Ghola police station and Nagerbazar police station reached the spot. In addition to recovering the dead body, the police also recovered several documents
আরো পড়ুন : Bratya Basu : রাজ্যের বেসরকারি স্কুল গুলিকে নিয়ন্ত্রণ ও ফি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা ব্রাত্যর
A blood-stained sharp weapon and 65 thousand rupees were recovered from the bag, police sources said. During interrogation of the arrested, the police came to know that the murder was due to business rivalry. The body recovered from the trolley bag is that of Bhagaram Singh. A cloth merchant from Rajasthan
Karan Singh, the first youth arrested from the scene for the murder of cloth merchant Bhagaram Singh, was arrested from the scene, but Chitpal Singh, the accused who fled from there, was arrested on Tuesday night
আরো পড়ুন : Big relief in cyber fraud : সাইবার জালিয়াতির ২ কোটি টাকারও বেশি ফেরত দিল পুলিশ, বড় স্বস্তি গ্রাহকদের
After questioning them, the police came to know that the murder was committed because they did not receive the outstanding amount of 8 lakh rupees. During interrogation, they also revealed that they first killed Bhagaram Singh by mixing 20 in coffee and then cut his throat and loaded the body into a trolley and loaded it into a cab to dispose of it
ক্যাব চালককে নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপাতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি অন্ধকার জায়গায় গাড়ি থামাতে বলে ওই দুই যুবক। গাড়ি থেকে ট্রলি নামাতেই ট্রলি ব্যাগ ভাড়ি দেখে সন্দেহ হয় ক্যাব চালকের। জিজ্ঞাসা করতেই বচসা বাঁধে ক্যাব চালকের সাথে।
আরো পড়ুন : Jalpaiguri : অনাথ শিশুকন্যাকে দত্তক নিল স্পেন থেকে আসা সিঙ্গল মাদার ইউলেন্ডা !
সেই সময় সেখান দিয়ে টহল দিচ্ছিল ঘোলা থানার পুলিশ। সেখানে ঝামেলা দেখে পুলিশ এগিয়ে এলে এক যুবক পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর ট্রলি ব্যাগ খুলতেই ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃত দেহ।
আরো পড়ুন : Bankura : বাহা উৎসব ও বসন্ত বরণ, দুই সংস্কৃতির মিলনমেলা! কী এই উৎসবের বিশেষ আকর্ষণ
ট্রলি ব্যাগে উদ্ধার হওয়া দেহটি মুখে সেলটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানা ও নাগেরবাজার থানার বিরাট পুলিশ বাহিনি। মৃত দেহ উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন : 1 BJP MLA JOINS TMC : শুভেন্দু ঘনিষ্ট বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ! জানালেন দল ছাড়ার কারন
ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা ধারালো অস্ত্র ও ৬৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ব্যাবসায়িক সত্রুতায় এই খুন। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া দেহটি ভাগারাম সিং-এর। রাজস্থানের কাপড় ব্যাবসায়ী।
আরো পড়ুন : Jurnalist Murder : বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্য দিবালকে সাংবাদিকে নৃশংসভাবে খুন,চাঞ্চল্য এলকায়
ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী যুবক ভাগারাম সিংয়ের খুনের অভিযোগে ঘটনাস্থল থেকে প্রথম ধৃত যুবক করণ সিং গ্রেপ্তার করলেও সেখান থেকে পালাতক ওপর অভিযুক্ত চিত্ত পাল সিংকে গ্রেপ্তার করে মঙ্গলবার রাতেই।
আরো পড়ুন : IND vs NZ Fainal 25 : NZ-কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি ভারতের, পুরস্কার তালিকা এক নজড়ে
তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে বকেয়া ৮ লক্ষা টাকা না পাওয়ায় এই হত্যা। জেরায় আরো জানায় তাঁরা প্রথমে ভাগারাম সিংকে কফিতে বিশ মিশিয়ে হত্যা এবং পরে গলার নলি কেটে ট্রলি বেগে ভরে দেহ লোপাটের জন্য ক্যাব ভারা করে ফেলতে যায় তারা।

আরো পড়ুন : Supreme Court : দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না : সুপ্রিম কোর্ট