Medical Collage : মমতার নির্দেশে সাসপেনশনের লম্বা লাইন,নতুন সুপার সহ ১২ ডাক্তার পেল মেদিনীপুর মেডিক্যাল
Medinipur
কেয়া সরকার : প্রসূতি মৃত্যুর পর কড়া পদক্ষেপ এবার রাজ্যের। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু কান্ডের পর স্বাস্থ্যদপ্তর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের গাফলতি প্রমাণিত হয়েছে।
Table of Contents
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, স্বাস্থ্যদপ্তর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের গাফলতি প্রমাণিত হয়েছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে।
আরো পড়ুন : Rajib Kumar : পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় রাজ্য ডিজির হুঁশিয়ারি,”চার গুন গুলি চালাব”

চিকিৎসায় বড় নির্দেশ মমতার
রাজ্যের সমস্ত হাসপাতালের অপরেশন থিয়াটারের দরজা পর্যন্ত সিসিটিভি লাগানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
সাসপেন্ড হওয়া চিকিৎসকদের নামের তালিকা
ডা. সৌমেন দাস (আরএমও)
ডা. দিলীপ পাল (বেড ইনচার্জ)
ডা. হিমাদ্রী নায়েক (সিনিয়ার ডাক্তার)
ডা. মহম্মদ আলাউদ্দিন (বিভাগীয় প্রধাণ)
ডা. জয়ন্তকুমার রাউত (এমসভিপি)
ডা. পল্লভী বন্দ্যোপাধ্যায় (সিনিয়র রেসিডেন্ট)
ডা. মৌমিতা মন্ডল (পিজিটি পড়ুয়া)
ডা. ভাগ্যশ্রী (পিজিটি পড়ুয়া)
ডা. সুশান্ত মন্ডল ( পিজিটি পডুয়া)
ডা. পুজা সাহা (পিজিটি পড়ুয়া)
ডা. মণীষ কুমার (পিজিটি পড়ুয়া)
ডা. জাগৃতি ঘোষ (পিজিটি পড়ুয়া)
আরো পড়ুন : Another attack on the police : ইসলামপুরের পর ফের পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে ভ্যান থেকে পালাল এক আসামি
মমতার আক্ষেপ, ওটির ভিতর সিসি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতেনাতে ধরা যেত। এরপরই তাঁর নির্দেশ, “আমি নারায়ণ (নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্যসচিব)-কে বলব সব ওটির বাইরে সিসিটিভি লাগানোর জন্য। যদি কেউ আপত্তি করে তাহলে তাঁকে বলুন বাড়িতে গিয়ে বসে থাকতে বা অন্য জায়গা দেখে নিতে।”

মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁদের কাছে মানুষের ভাগ্য আছে, তাদের হাতে সন্তান জন্মায়, দায়িত্ব সঠিকভাবে পালন করতে এবং সন্তানকে বাঁচানো যেত।” তাঁর সাফের কথা, “সিনিয়রদের কাছে আমার আবেদন, আট ঘন্টার যে ডিউটি অ্যাটলট করা হয়, ইসলাম এই সময় শুধু সই করতে দেখতে।
আরো পড়ুন : Isro Spadex Mission : ISRO সফলভাবে SpaDeX ডকিং পরীক্ষা চালাল,ভারত ঐতিহাসিক কৃতিত্বের চতুর্থ দেশ
সরকারি চাকরিও করব আবার এক সময়ে প্রাইভেটে চিকিৎসা করব, এটা হতে পারে না।” মুখ্যমন্ত্রী আরও নির্দেশ, “রোগ দেখতে যখন নির্দেশ দেওয়া হবে, তখন আমার কথা বলার জন্য মনে রাখতে হবে। তাঁর আরও সংযোজন, “এই গাইলতি যারা করেছেন, ডিউটি ব্যবস্থাপক যারা ডিউটি করেছেন। কিন্তু যেখানে আমাকে শতকরার জন্য কিছু হয় না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েএ নির্দেশে একিদিনে মেদিনীপুর মেডিক্যাল পেল সুপার-সহ ১২ ডাক্তার
আরো পড়ুন : Saif Attacked LIVE : সাইফ আলি খানের উপর দুষ্কৃতির হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা
কর্তব্যে গাফিলতির দায়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ডের কয়েক ঘণ্টার মধ্যে নতুন সুপার নিয়োগ করল স্বাস্থ্যদপ্তর। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের সুপারের দায়িত্ব। এছাড়াও ১২ সিনিয়র, জুনিয়র চিকিৎসককের সাসপেন্ডের পর একি দিনে বর্ধমান মেডিক্যাল, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের আনা হয়েছে মেদিনীপুর মেডিক্যালের দায়িত্বে।

আরো পড়ুন : Islampur : কোর্ট থেকে ফেরার পথে ভর সন্ধ্যায় দুষ্কৃতি হামলায় গুলিবিদ্ধ ২ পুলশকর্মী, পালল বন্দি