Medinipur : মেদিনীপুর স্যালাইন কান্ডে নয়া মোড়, সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট!
Medinipur
প্রশান্ত জানা : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ প্রসূতির গুরতর অসুস্থ ও তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ ছিল মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগ ও চিকিৎসায় গাফলতির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে প্রসূতি মামণি রায় দাসের।
Table of Contents
কী কারণে প্রসূতির মৃত্যু ? সামনে এলো ময়না তদন্তের রিপোর্ট
আরো পড়ুন : 5 Bangladeshis arrested: সোনারপুরে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এতদিন কী ভাবে কোন আস্থানায় ছিল তারা ?

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মামণি রায় দাসের মৃত্যুর পর যে মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগ ও চিকিৎসায় গাফলতির অভিযোগ উঠেছিল সেই প্রসূতির মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে।
What is the cause of maternal death? The post-mortem report has arrived
The postmortem report said Mamni Roy Das died of “multiorgan failure” from septic shock while undergoing treatment at Medinipur Medical College and Hospital
The state health department is shaken after the death of a pregnant woman last Friday morning. A team of 13 people is immediately sent to investigate the real cause. The CID team started the investigation after him
আরো পড়ুন : Walmart Logo Redesign 2025: A Bold Step into the Future

সেই ময়নাতদন্তের রিপোর্ট বলছে, “সেপটিক শক থেকে মাল্টিঅঅর্গান ফেলিওরের” কারণে মৃত্যু হয়েছে মেদিনিপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি মামণি রায় দাসের।
মেদিনিপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি মামণি রায় দাসের মৃত্যুর ঘটনার পাশাপাশি একের পর এক ৪ প্রসূতির গুরুতর ঘটনায় বিরোধিরা কোমর বেঁধে নামেছে। তোলপাড় হয়েছে রাজ্য রাজনিতি।
উল্লেখ্য গত শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যুর পর নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তরিঘড়ি ১৩ জনের একটি টিম পাঠানো হয় প্রকৃত কারণ খতিয়ে দেখতে। তাঁর পরেই তদন্ত শুরু করেছে সিআইডি দল। তদন্তে নেমে জেরা করে মেদিনিপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউতকে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি মৃতার পরিবার। মৃতার পরিবারের তরফে মৃতার স্বামী জানান আমরা ময়নাতদন্তের রিপোর্ট থানায় আনতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ কর্তারা জানান, সিআইডি তদন্ত শুরু হওয়ায় এই মুহুর্তে হাতে দেওয়া যাবে না।
অপরদিকে মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয় রিপোর্টে উল্লেখিত “সেপটিক শক থেকে মাল্টিঅঅর্গান ফেলিওরের” অস্ত্রোপচারে সময় কীভাবে সম্ভব ? সেপটিক শক হয় কিভাবে ? এই প্রশ্ন তুলেছে মৃতার পরিবারেরা। যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সিআইডি।

আরো পড়ুন : The Majestic Ram: A Symbol of Strength, Resilience, and Natural Beauty 2025