Malda : থানায় পর পর বিস্ফোরণের শব্দ , দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
Malda
বিশ্বজিৎ মন্ডল : দাউ দাউ করে জ্বলছে মালদা জেলার মানিকচক থানা। সাথে একের পর এক বিস্ফোরণের শব্দ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার মানিকচক থানায়।

থানা এলকার স্থানীয়রা জানায় তাঁরা দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার মধ্যেই একেরপর এক বিস্ফোরণের শব্দে আতঙ্কে পড়ে যায় তারা।
আরো পড়ুন : Supreme Court : ভারতে বসবাসের অধিকার কেবল নাগরিকদের, রোহিঙ্গাদের নিয় কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
এদিনের এই বিধ্বংসী আগুন আগুনটি লাগে মানিকচক থানার মালখানায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

কিন্তু আগুনের এর তীব্রতা এতোটাই ছিল যে দিমকলে একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনতে বাধার সম্মুখিন হয়। এরপর পুলিশ কর্মীরাই স্থানীয়দের কাছ থেকে জলের পাম্প জোগাড় করে আগুন নেভানোর কাজ শুরু করে।
এরপর প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষনে মালখানার গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কনো হতাহতের খবর নেই।
আরো পড়ুন : Pakistani Drone Attack : পাঞ্জাবের ফিরোজপুরে আবাসিক এলাকায় ভেঙে পড়ল পাক ড্রোন, আহত একই পরিবারের ৩ জন
মানিকচক থানায় অগ্নিকান্ডের ঘটনার পর জেলার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে দমকল ও জেলা পুলিশের আধিকারিকেরা।
দমকলের তরফে জানানো হয়, মালখানার ভিতরে ৩টি গ্যাস সিলিন্ডারসহ একাধিক বিস্ফোরক বিস্তু থাকার কারনেই এই বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে ৩টি সিলিন্ডার উদ্ধার করে দমকলকর্মীরা।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর