Malda : থানায় পর পর বিস্ফোরণের শব্দ , দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

Malda : থানায় পর পর বিস্ফোরণের শব্দ , দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

Malda

বিশ্বজিৎ মন্ডল : দাউ দাউ করে জ্বলছে মালদা জেলার মানিকচক থানা। সাথে একের পর এক বিস্ফোরণের শব্দ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার মানিকচক থানায়।

Malda
Malda
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : IND-PAK Live Updates : টিকলনা ট্রাম্প হস্তক্ষেপ, যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, কঠোরভাবে মোকাবিলা করবে সেনাবাহিনী

থানা এলকার স্থানীয়রা জানায় তাঁরা দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার মধ্যেই একেরপর এক বিস্ফোরণের শব্দে আতঙ্কে পড়ে যায় তারা।

আরো পড়ুন : Supreme Court : ভারতে বসবাসের অধিকার কেবল নাগরিকদের, রোহিঙ্গাদের নিয় কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এদিনের এই বিধ্বংসী আগুন আগুনটি লাগে মানিকচক থানার মালখানায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

আরো পড়ুন : India-Pakistan Tension : :পাক হামলার ‘বদলা নিল’ ভারত,ভোর রাতে উড়ল পাকিস্তানের ৩ বায়ুসেনা ঘাঁটি ,দাবি কাকিস্তানের

Malda
Malda

কিন্তু আগুনের এর তীব্রতা এতোটাই ছিল যে দিমকলে একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনতে বাধার সম্মুখিন হয়। এরপর পুলিশ কর্মীরাই স্থানীয়দের কাছ থেকে জলের পাম্প জোগাড় করে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরো পড়ুন : Breaking : জম্মু ও কাশ্মীরে পাক ড্রোন হামলা ও বিস্ফোরণ, মনে হচ্ছিল যুদ্ধ আমাদের দোরগোড়ায়,আতঙ্ক, বিদ্যুৎ বিভ্রাট

এরপর প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষনে মালখানার গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কনো হতাহতের খবর নেই।

আরো পড়ুন : Pakistani Drone Attack : পাঞ্জাবের ফিরোজপুরে আবাসিক এলাকায় ভেঙে পড়ল পাক ড্রোন, আহত একই পরিবারের ৩ জন

মানিকচক থানায় অগ্নিকান্ডের ঘটনার পর জেলার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে দমকল ও জেলা পুলিশের আধিকারিকেরা।

আরো পড়ুন : All postponed IPL matches : ভারত -পাকিস্তান উত্তেজনার মধ্যে স্থগিত হল IPL-ম্যাচ , কবে থেকে ফের শুরু কী জানাল BCCI

দমকলের তরফে জানানো হয়, মালখানার ভিতরে ৩টি গ্যাস সিলিন্ডারসহ একাধিক বিস্ফোরক বিস্তু থাকার কারনেই এই বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে ৩টি সিলিন্ডার উদ্ধার করে দমকলকর্মীরা।

Malda
Malda

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর

Leave a Comment