Leopard Attack : ফের এক কিশোরকে গলায় কামড় দিয়ে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ,পরে মৃত্য,ডুয়ার্সে ৬ মাসে একাধিক মৃত্যু
Leopard Attack
অনুশিবা সেন : চিতাবাঘের হামলায় একের পর এক মৃত্যু হয়েই চলছে। ফের হারহিম করা ঘটনা সামনে এলো। এবারো সেই নাগরাকাটায় বাড়ির সামনে থেকে গলায় কামড় দিয়ে জঙ্গলে পালিয়ে গেল চিতাবাঘ। পরে খোবলানো রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
আরো পড়ুন : Assam : ২ কোটি টাকা মূল্যের নগদ টাকা এবং সোনা জব্দের পর গ্রেপ্তার হওয়া আসামের আমলা নূপুর বোরা কে?

ভয়াবহ ঘটনাটি ঘটেছে সন্ধ্যায়, নাগরাকাটার আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা গ্রামে। মৃত কিশোরের নাম অস্মিত রায় (১২)। পরিবার সূত্রে জানা গিয়েছে অস্মিত খয়েরবাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ষষ্ট শ্রেণীর ছাত্র ছিল।
আরো পড়ুন : Road Accident : স্কুল থেকে বাড়ি ফিরার পথে ৩ খুদেকে পষে দিল মদ্যপ পুলিশের গাড়ি , নিহত ২ তৃতীয়জন গুরুতর আহত
এইদিকে ঘটনার খবর পেয়ে ডায়না ও খুনিয়া রেঞ্জের বণকর্মীরা এলকায় পৌঁছন। পৌঁছয় স্থানীয় পুলিশ। তাঁদের সামনে ন্নিরপত্তা চেয়ে ক্ষোভ উগ্রেদেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ বন দপ্তরের তরফে খাঁচা পাতা বা ক্যামেরা বসানোর উদ্যোগ নিলেও কার্যকর সেই ভাবে করাই হচ্ছে না। তাই বাঘের হামলায় এতো প্রাণ যাচ্ছে।
আরো পড়ুন : Odisha : বিজেপি শাসিত রাজ্য ফের ধর্ষণ,পুরীর সমুদ্র সৈকতের কাছে প্রেমিকের সামনে কলেজ ছাত্রীকে গণধর্ষণ
মৃত অস্মিতের বাবা শত্রুঘ্ন রায় বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খেরকাটা বস্তির বাজার থেকে বাড়ি ফিরছিল অস্মিত, সেই সময় ঝোঁপে লুকিয়ে থাকা চিতাবাঘটি আচমকা অস্মিতের উপর হামলা করে।
আরো পড়ুন : Supreme Court : ‘আমরা সম্পূর্ণ SIR বাতিল করব যদি….’, নির্বাচন কমিশনকে কঠোর ভাষায় জানাল সুপ্রিম কোর্ট
টেনে নিয়ে যাওয়ার সময় বালকের আওয়াজ শুনে বেরিয়ে আসে স্থানীয়রা সেই সময় খতবিক্ষত অবস্তায় অস্মিতকে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
আরো পড়ুন : Abhishek : পুরুলিয়া ও বীরভূমের নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক, ২৬ নিয়ে দিলেন বিষেষ বার্তা
চিতাবাঘের হামলায় পর পর মৃত্যুর ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ক্ষুব্ধ গ্রামবাসিরা প্রশ্ন তুলছেন, বাঘের হামলায় একের পর এক মৃত্যুর ঘটনার পরও বন দপ্তর ও প্রশাসনের তরফে যথাযথ নজড়দাড়ি নেই।
উল্লেখ্য, ডুয়ার্সে চিতাবাঘের হামলায় গত ছয় মাসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সব থেকে ভয়াবহ ঘটনাটি ঘটেছে গত ১৮ জুলাই বানারহাটের কলাবাড়ি চা বাগানে। সেখানে ৩ বছরের এক শিশুকে টেনে নিয়ে গিয়ে খুবলে হত্যা করে চিতাবাঘ।
