Leopard attack: ভয়ানক কান্ড, ভর সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে এক নাবালোককে তুলে নিয়ে গেল চিতাবাঘ, তারপর..
Leopard attack
মুনাই ঘোষ : আবারো চিতাবাঘের হানায় প্রাণ গেল এক নাবালোকের। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির সামনে থেকে ১২ বছরের ওই বালিককে মুখে করে নিয়ে যায়। হারহিম করা ভয়ানক কান্ডটি ঘটেছে বুধবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের আংরাভাসা-২ নম্বর জিপর খুটাবাড়ির মোগলাকাটা চা বাগান লাগোয়া বস্তিতে।
আরো পড়ুন : Siliguri : বড় সাফল্য পেল পুলিশ, কোট টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১ ,আজ আদালতে পেশ করবে ধৃতকে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় মৃত নাবালোক মহম্মদ করিমুলকে (১২) মুখে করে তুলে নিয়ে যায়। এরপর কিছুটা দুরে একটি বেগুন খেতে ঢুকে পরে।
স্থানীয়রা তা দেখে চিৎকার শুরু করলে চিতাবাঘটি নাবালোক করিমুলকে সেখানেই ফেলে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রাই ওই নাবালোকের খোবলানো রক্তাক্ত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় আতঙ্ক ও শোকের ছায়ে নেমে এসেছে এলকায়।

জানা গিয়েছে মৃত ওই নাবালোক কলানাড়ি টিই হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনার খবর স্কুলে পৌঁছতেই স্কুলেও নেমে এসেছে শোকের ছায়া।
এইদিকে নাবালোকের দেহ বাড়িতে পৌঁছতেই মা আমিনা খাতুন অজ্ঞান হয়ে পড়েন। বাবা খলিল রহমান সন্তানকে হারিয়ে সঙ্গাহীন হয়ে পড়েন। এইদিকে খবর পৌঁছতেই নাবালোকের বাড়ি আসে বন দপ্তরের বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের কর্মীরা ও বানারহাট থানার পুলিশ।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।