Krishna Kalyani : কৃষ্ণর ফেসবুকে বিরোধী থাবা ? প্রোফাইলে বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদ্ম চক্রান্ত ? কী বললেন বিধায়ক
Krishna Kalyani
শান্তি রঞ্জন দাস : রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ফেসবুক প্রোফাইল ঘরে এখন রায়গঞ্জের রাজনিতি তোলপাড়। প্রশ্ন হল কিন্তু কেন ? সম্প্রতি কৃষ্ণ কল্যাণীর একটি ফেসবুক প্রোফাইল ভাইরাল হয়। সেই প্রোফাইলে দেখা গিয়েছে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব সাথে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ছবি রয়েছে।
আরো পড়ুন : Bihar :পুরনো শত্রুতার জেরে দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত ৩ আহত আরো ২, এলকায় পথ অবরোধ বক্ষোভ

সাথে সেই প্রোফাইলে লেখা “আমার পরিবার-বিজেপির পরিবার “। ২৬ বিধানসভা ভোটের আগে বিধায়কের এই প্রোফাইল নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কী সত্যি আবার তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির পথে ?
আরো পড়ুন : Killed 2 : কাজে কামাই, ধারের টাকা ফেরৎ চাওয়া কাল হল, কর্মচারীর হাতে খুন মালিক ও তার সন্তান
জল্পনার কারন, এক সময় অর্থাৎ ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি নিতিগত আদর্শে পদ্মশিবির ত্যাগ করে গত লোকসভা নির্বাচনের আগে সেই বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলের টিকিটে রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে প্রতিদন্তিতা করেন।
লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জয়ী না হলেও পবর্তীতে তাঁর ছেড়ে যাওয়া বিধায়কের আসনে উপনির্বাচনে পুণরায় তৃণমূলের প্রার্থী হিসেবে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।
এই পালাবদলের মাঝেই আবারো তাঁর একটি ফেসবুক প্রোফাইলের ছবি নিয়ে জল্পনা দানা বেঁধেছে। কিন্তু বিষয়টি নিয়ে বিধায়ক হতবাক। তিনি এই বিষয়ে জানান, তাঁর নামে ফেক প্রোফাইল তৈরী করে কুৎসা রটনা হচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিষয়টি আমার নজড়ে আসার পরেই ইতিমধ্যেই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তারের নজড়ে এনেছেন। বিধায়কের দাবি এই ফেক প্রোফাইল তৈরির সঙ্গে বিজেপি সহ বিরোধীরা যুক্ত থাকতে পারেন।
এছাড়াও বিধায়ক জানান তিনি পুলিশ সুপার কে জানানোর পাশাপাশি তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন