Kolkata Police On Bangladesh New Update: খুব সাবধান! বাংলাদেশ সংক্রান্ত কিছু ফেসবুকে পোস্ট করার আগে, দেখুন কি ভয়ানক বিপদ ঘটতে পারে।
Kolkata Police On Bangladesh New Update:
বাংলাদেশে শুরু হলো আবার অশান্তি, অশান্তি শুরুর পর থেকে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আশেপাশের শহর এবং দেশের অনেকেই অনেক কিছু পোস্ট করছেন সোস্যাল মিডিয়ায়। Kolkata Police On Bangladesh New Update
আরও পড়ুন : দুর্নীতি রোধে এবার খড়গহস্ত অভিষেক ! কী কী অভিযোগ করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে,জেনে নিন
বাংলাদেশের পরিস্থিতি এখন আমাদের কারোর কাছেই অজানা নয়। এই বিষয় নিয়ে সোস্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে অনেক বিদ্বেষ মূলক বা বলা যায় উস্কানিমূলক পোস্ট করছেন অনেকই। এর পরিণতি কি ভয়ানক হতে পারে তা অনেকেই জানেন না।
Table of Contents
কলকাতা প্রশাসনের পদক্ষেপ:
বাংলাদেশের পরিস্থিতি এখন আমাদের কারোর কাছেই অজানা নয়। এই বিষয় নিয়ে সোস্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে অনেক বিদ্বেষ মূলক বা বলা যায় উস্কানিমূলক পোস্ট করছেন অনেকই। এর পরিণতি কি ভয়ানক হতে পারে তা অনেকেই জানেন না।

লালবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছে, গত ৫ ই আগস্ট লালবাজার পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রায় ২৫০ জনকে ফোন করা হয়েছে পোস্ট সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলার জন্যে। এর পাশাপাশি লালবাজার পুলিশ কড়া নজর রাখছে আর কেউ বাংলাদেশ সংক্রান্ত বিদ্বেষ মূলক কিছু বিষয় পোস্ট করেছে কী না।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমন বিদ্বেষমূলক পোস্ট করেছে অনেকেই, এই সব উস্কানিমূলক কাজ বন্ধ করতে লালবাজার পুলিশ প্রশাসনের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেওয়ার আরও একটি কারণ হলো বাংলাদেশের কোনো পরিস্থিতির শিকার যেন কলকাতার বাসিন্দারা না হয় অর্থাৎ কলকাতায় যেন কোনো রকম উত্তেজনা ছড়িয়ে না পড়ে। Kolkata Police On Bangladesh New Update
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন, যে কোনো পরিস্থিতিতে যেন বাংলাদেশ সংক্রান্ত কিছু বিদ্বেষ মূলক পোস্ট বা মন্তব্য না করা হয় সোস্যাল মিডিয়ায়৷ ভারতের প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বহু দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই আমাদের মুখ্যমন্ত্রী চান না, এই বিষয়ে আমাদের দেশ থেকে কোনোরকম বাজে মন্তব্য উঠে আসুক অর্থাৎ বাংলাদেশ নিয়ে বাড়তি উদ্বিগ্ন প্রশাসন চাই না। এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক বসানো হয়েছে।
আরও পড়ুন- Bangladesh : রাতেই হল শপথ ! অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে কী ঘোষণা ইউনুসের?