Kolkata High court : ভোট না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কলেজের ইউনিয়ন রুম,নির্দেশ কলকাতা হাইকোর্টের, আর কী জানাল
Kolkata High court
তীর্থঙ্কর মুখার্জি : রাজ্যের কলেজগুলিতে দীর্ঘদীন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এর ফলে কলেজ গুলিতে নির্বাচিত কনো ইউনিয়ানও নেই। কিন্তু অভিযোগ নির্বাচিত কনো ইউনিয়ান না থাকলেও নিয়মিত খোলা থাকছে ইউনিয়ন রুম। চলছে ইউনিয়ন।
আরো পড়ুন : Samik Bhattacharya : অল্প সময়ের অপেক্ষা, বঙ্গ বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যকে

কয়েক বছর আগে সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার ( ৩.৭.২৫) বিচারপতি সৌমেন সেনের এজলাসে
আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন রাজ্যের কলেজগুলিতে নির্বাচন না হওয়া সত্বেও ইউনিয়ন চলছে রমরমিয়ে। যা পুরপুরি বেআইনি।
আইনজীবীর বক্তব্য সোনার পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলেজগুলিতে নির্বাচন না হওয়া পর্যন্ত আজ থেকে গোটা রাজ্যের সব কলেজের ছাত্র ইউনিয়নের রুম বন্ধ থাকবে।
আরো পড়ুন : DGP : শুধু কলকাতা নয়, বিজেপি শাসিত এই রাজ্যে প্রতিদিন ২০টি করে ধর্ষণের মামল,DGP কাকে দায়ী করলেন
এই নির্দেশের পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবেনা না। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের কী পরিকল্পনা রয়েছে তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।
আরো পড়ুন : Udisha : উড়িশায় গয়নার দোকান থেকে সোনা চুরি, গ্রেপ্তার বাংলায় বিজেপি যুবনেতা
নির্দেশে এউ বলা হয়েছে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে তা জানাতে হবে। আগামী ১৬ জুলাই মামলার শুমানি তার আগে হলফনামা দেবে রাজ্য।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন