Kolkata Fire : ফের ভয়াবহ অগ্নিকান্ড খাস কলকাতায়, স্টেশন সংলগ্ন হয়ায় বন্ধ ট্রেন চলাচল

Kolkata Fire : ফের ভয়াবহ অগ্নিকান্ড খাস কলকাতায়, স্টেশন সংলগ্ন হয়ায় বন্ধ ট্রেন চলাচল

Contents

Kolkata Fire

তীর্থঙ্কর মুখার্জি : আবারো ভয়াবহ অগ্নিকান্ডে খাস কলকাতার বুকে। পার্ক-সার্কাসের স্টেশনের কাছে তিলজলার কারখানায় আগুন লাগে। গোটা এলকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

Table of Contents

ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। অগ্নিকান্ডের ঘটনাটি স্টেশন সংলগ্ন হওয়ায় সেখান দিয়ে ট্রেন ধির গতিতে চলছে। আগুন নিয়ন্তণে না আসায় আতঙ্কিত স্থানীয়রা।

Kolkata Fire
Kolkata Fire
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Sanjay’s final judgement LIVE : তিলোত্তমা ধর্ষণ-খুনে সাজা শোনাল বিচারক ? কত ক্ষতিপুরণের নির্দেশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি একটি তিলজলার কারখানা তবে কীভাবে অগ্নি সংযোগ তা এখনো জানা যায়নি। স্থানীয়রা জানায় এদিন দুপুর ৩টের নাগাদ ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেড়তে দেখে। এরপরেই খবর দেওয়া হয় দমকলকে।

Once again a terrible fire in the heart of Kolkata. A fire breaks out in the Tilzla factory near Park-Circus station

Due to the fire, the train has been controlled on the cord line i.e. a local train is standing on the line on which the train runs through Park-Circus Gurudas Halt Kankurgachi. However, train movement on the main line of Park Circus is normal

আরো পড়ুন : Sanjay Rai Case Verdict LIVE : আজ সঞ্জয়ের সাজা, সমস্ত লাইভ আপডেট এক ক্লিকেই,আদালতে পৌঁছলেন সঞ্জয়

Kolkata Fire
Kolkata Fire

The latest news is that the firemen have entered the factory. The source of the fire was not found

আগুনের জেরে ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে কর্ড লাইনের অর্থাৎ পার্ক-সার্কাসের গুরুদাস হল্ট কাঁকুড়গাছি হয়ে যে লাইনটিতে ট্রেন চলালচল করে সেই লাইনে দাঁড়িয়ে আছে একটি লোকাল ট্রেন। তবে পার্ক সার্কাসের মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন : RBI Breaking : ক্রমশ পড়ছে টাকার দাম,বিদেশি মুদ্রার ভান্ডারে বড় পতন,সোনার মজুত বাড়াচ্ছে RBI

কেকের কারখানিটি অনেকটা আকারে অনেকটাই বড় হওয়ায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দমকল কর্মীরা। এই এলকায় একেরপর এক চামরার কারখানা হওয়ায় সেখানে দাহ্য বস্তু থাকার সম্ভবনা প্রবল। এহেন পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ।

শেষ পাওয়া খবর কারখানার ভেতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা। আগুনের উৎসস্থল খুঁজে পায়নি।

Kolkata Fire
Kolkata Fire

আরো পড়ুন : Duare Sarkar : নতুন বছরে শুরু হতে চলেছে ফের দুয়ারে সরকার, ৩৭ পরিষেবা কবে চালু কবে শেষ ?

Leave a Comment