Kolkata : NRC আতঙ্ক এবার কলকাতায়, প্রাণ গেল এক ব্যক্তির, উদ্ধার সুসাইড নোট সহ ঝুলন্ত দেহ
Kolkata
কেয়া সরকার : এনআরসি চালু হলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কে মৃত্যুর পথ বেছে নিল এক ব্যক্তি। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুসাইড নোট। পরিবারের তরফে এটি এনআরসি আতঙ্কে আত্মহত্যা বলেই দাবি করেছেন।
আরো পড়ুন : jammu and Kashmir : জম্মু ও কাশ্মীরে অপারেশন আখালের তৃতীয় দিনে ৩ জন সন্ত্রাসী নিহত,আহত ১ জওয়ান

পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দিলীপ কুমার সাহা (৫৯)। তিনি ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন তিনি। বর্তমানে কলকাতার রিজেন্ট পার্ক এলকার আনন্দপল্লী পশ্চিমে বসবাস করতেন।
পরিবারের তরফে জানানো হয় তিনি পেশায় একটি বেসরকারি স্কুলের অ-শিক্ষিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি প্রায় আট বছর ধরে এনআরসি আতঙ্কে আতঙ্কিত ছিলেন।
আরো পড়ুন : West Bengal : আজ থেকে শুরু মমতার নয়া প্রকল্প “আমাদের পারা আমাদের সমাধান”, মিলিবে এই ১৬টি পরিষেবা
তাঁর স্ত্রী জানিয়েছে, আজ সকালে তিনি তাঁর স্বামীকে বেশ কয়েকবার ডাকাডাকির পর কনো সাড়া না পেয়ে প্রতিবেশিকে ডেকে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরো পড়ুন : Operation Akhal : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই,নিহত ১ সন্ত্রাসী, আটকা পড়েছে আরও ২ জন
মৃতের স্ত্রী আরতি সাহা জানান, উনি চিন্তিত ছিলেন যে এনআরসি চালু হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর এই চিন্তা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই চাপের মধ্যে ছিলেন। তিনি ভিত ছিলেন তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।
আরো পড়ুন : LPG Sylinder Prices Reduced : মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমল রান্নার গ্যাসের, কোথায় কত কমল দেখে নিন
ঘর থেকে মৃতদেহের পাশ থেকে একটি সুসাইড নোট উদ্ধার করে পুলিশ এবং দেহ ময়নাতদন্তের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান কনো ভয় থেকে তিনি এই কাজ করেছেন।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন