Kolkata : আইআইএমের ধর্ষণের অভিযোগের ঘটনার চাঞ্চল্যকর মোর, তরুণীর বাবার দাবি,কোনও নির্যাতন হয়নি…
Kolkata
কেয়া সরকার : ক্যাম্পাসে মাদক সেবন ধর্ষণের অভিযোগে ইতি মধ্যেই গ্রেপ্তার হয়েছে আইআইএমের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। এরি মধ্যে এই ধর্ষণের ঘটনায় নিল চাঞ্চল্যকর মোর। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই তরুণীর বাবার দাবি কনো নির্যাতন হয়নি।
আরো পড়ুন : Kolkata : ক্যাম্পাসে মাদক সেবন ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার IIM কলকাতার দ্বিতীয় বর্ষের ছাত্র

তাহলে কী হয়েছিল ? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই নির্রযাতিতা তরুণীর বাবা জানা, শুক্রবার রাত ৯:৩৪ মিনিটের নাগাদ তাঁর কাছে একটি ফোন আসে। তখনি তিনি জানতে পারেন তাঁর মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
তিনি এই বিষয়ে আরো বলেন, আমি জানতে পারি আমার মেয়ে এসএসকেএম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে আমার মেয়ে ভর্তি রয়েছে। কিন্তু পরবর্তিতে জানতে পারি যে হরিদেবপুর থানার পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।
আরো পড়ুন : AADHAAR : আধার ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নয়! কোন নথিগুলো ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ? জেনে নিন
কী জানিয়েছে ওই তরুণী তাঁর বাবাকে ?
তরুণীর বাবা জানায় , আমার মেয়ে বাড়ি ফিরে আমায় জানিয়েছে, ওর সঙ্গে ধর্ষণের মতো কনোও ঘটনা ঘটেনি। এমনকি কনোও শারিরীক নির্যাতনের ঘটানাও ঘটেনি তাঁর সাথে।

আরো পড়ুন : Recharge Plan Hike : ভারতে মোবাইল ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ, এক ধাক্কায় বাড়ছে রিচার্জ অনেকটাই, জেনে নিন
তরুণীর বাবা সংবাদমাধ্যমেরারো জানান, তাঁর মেয়ে অসুস্থ এবং ঘুমিয়ে থাকার কারনে এখনো পর্যন্ত তিনি তাঁর মেয়ের সাথে সম্পূর্ণ কথা বলে উঠতে পারেনি নি।
আরো পড়ুন : Adhar Upadate 2025 : আধার কার্ডে নিয়মে বড় বদল, নাম,ছবি, ঠিকানা পরিবর্তনে এবার লাগবে এই সকল নথি, জেনে নিন
তাঁর মেয়েকে হরিদেবপুর থানার পুলিশ কোথা থেকে উদ্ধার করেছে সেটাও তাঁকে জানানো হয়নি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে মেয়ের কনোও সম্পর্কই নেই। এমনকি থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাও তাঁর মেয়ে করেনি।
আরো পড়ুন : Killed 2 : কাজে কামাই, ধারের টাকা ফেরৎ চাওয়া কাল হল, কর্মচারীর হাতে খুন মালিক ও তার সন্তান
জোকার এই ধর্ষণের ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তাঁর মধ্যে তরুণীর বাবার এ হেন দাবিতে ঘুরে গিয়েছে পুরো ঘটনার মোর।
