Karate Championship-25 : দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল কারাতে চ্যাম্পিয়নশিপ ২৫, উত্তর দিনাজপুরের জয়ী ৭
Karate Championship-25
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল সেশিনকাই শিতোরিও কারাতে-ডো চ্যাম্পিয়নশিপ-২০২৫ অনুষ্ঠিত হল কলকাতার দাসনগর আলমাহন দাস ইন্ডোর স্টেডিয়ামে।

আরো পড়ুন : Uttar Pradesh : যোগী রাজ্য উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ২৩ জন মিলে গণধর্ষণ, আটক ৬
অনুষ্ঠানের প্রধান অথিতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্যারাটে প্রেসিডেন্ট হান্সি প্রেমজিত সেন এবং পশ্চিবঙ্গ সরকারে ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী অরূপ রায়। চলতি মাসের ৫ এবং ৬ তারিখে এই গেমটি অনুষ্ঠিত হয়েছে।
The 2nd West Bengal Seshinkai Shitorio Karate-do Championship-2025 was held at the Dasnagar Almahan Das Indoor Stadium in Kolkata
State Karate President Hansi Premjit Sen and Acting Sports Minister of the West Bengal Government Arup Roy were present as the chief guests at the event. The game was held on the 5th and 6th of this month
Coach Shibu Karmakar said that all seven of the seven were awarded in different categories, such as Aishani Sengupta won a silver medal in the seven-year category in kata and kumite, Trisha Roy won a gold medal in kata and kumite in the 11-year category, and Dev Rajak won a gold medal in kata and a silver medal in kumite
In addition, Mamon Roy won bronze in kata and silver in kumite, Biplob Mondal won bronze in kata and on the other hand, Sourav Roy won bronze in kumite, making Raiganj and Uttar Dinajpur proud. Here, Trisha Roy came first in the Champion of Champions in the 11-year category

আরো পড়ুন : WBSSC 2016 : কারোর চাকরি যাবে না,সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চাকরি দেব : মমতা
Shibu Karmakar also mentioned that the state-level championship of the Karate Do Association of Bengal will be held in Siliguri on April 18-19-20. Students from Raiganj and Uttar Dinajpur will participate in this event. I extend my heartfelt thanks to the state karate president, Hansi Premjit Sen, whose information has helped elevate the karate game in our state to a global platform
আরো পড়ুন : Waqf Bill Passed : বহু চর্চিত বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিনত ওয়াকফ সংশোধনী বিল
It is noteworthy that all the medal-winning students receive training from Shihan Shibu Karmakar. Previously, Shihan Shibu Karmakar has taken boys and girls to various state, national, and international tournaments, bringing great recognition to the entire district. Additionally, Coach Shihan Shibu Karmakar serves as the General Secretary of the North Dinajpur district
উত্তর দিনাজপুর সেইশিংকাই শিতরিও ক্যারাটে ডু এসোসিয়েশনের তরফে অংশগ্রহণ করে উত্তর দিনাজপুরের জয়ী সাতজন খুদে খুদে প্রতিভাবান। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর থেকে মোট ৭ জন খেলতে গিয়েছিল কলকাতার দাসনগর আলমাহন দাস ইন্ডোর স্টেডিয়ামে।
আরো পড়ুন : Raiganj : স্বর্ণপদক প্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের টপার চাকরি খুইয়ে কান্নায় ভেঙে পড়েছে কৈলাশের কৃষ্ণ মৃত্তিকা
সেইশিংকাই শিতরিও ক্যারাটে ডু এসোসিয়েশনের কোচশিবু কর্মকার জানালেন
কোচ শিবু কর্মকার জানান, সাতজনের মধ্যে সাতজনই পুরস্কৃত হয়েছে বিভিন্ন বিভাগে, যেমন কাটা ও কুমিতে সাত বছর বিভাগে ঐশানি সেনগুপ্ত সিলভার মেডেল, তৃষা রায় ১১ বছর বিভাগে কাতা এবং কুমিতে গোল্ড মেডেল , দেব রজক কাতায় গোল্ড ও কমিতে সিলভার মেডেল।
আরো পড়ুন : Mamata : “এক লাখ” পদ খালি আছে,যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কোনও টাকা ফেরাতে হবে না : মমতা
এছাড়াও মামন রায় কাতায় ব্রোঞ্জ ও কুমিতে সিলভার, বিপ্লব মন্ডল কাতায় ব্রোঞ্জ ও অপরদিকে সৌরভ রয় কুমিতে ব্রোঞ্জ মেডেল পেয়ে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের নাম উজ্জ্বল করেছে। এখানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এ ফার্স্ট হয়েছে ১১ বছর বিভাগে তৃষা রায়।
আরো পড়ুন : Supreme Court LIVE :২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, যোগ্যরা কী করবে, অযোগ্যরা কত ফেরত দিতে হবে ?
শিবু কর্মকার আরো জানান, আগামী ১৮-১৯-২০ এপ্রিলে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর রাজ্যস্তরের চ্যাম্পিয়নশিপ সেখানে আমাদের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের হয়ে এই সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ নেবে অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্য ক্যারাটে প্রেসিডেন্ট হান্সি প্রেমজিত সেনকে যার তথ্য প্রদানে রাজ্যের ক্যারাটে গেমটি বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে।
আরো পড়ুন : Siliguri : বিরিয়ানির মাংসের মধ্যে কিলবিল করছে পোকা, শিলিগুড়িতে গ্রেপ্তার মালিক সহ ৫
উল্লেখ্য, পদকজয়ী সমস্ত ছাত্র-ছাত্রীরা শিহান শিবু কর্মকারের কাছে প্রশিক্ষণ নেয়। এর আগেও শিহান শিবু কর্মকার ছেলেমেয়েদেরকে নিয়ে বিভিন্ন রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়ে গিয়েছেন এবং পুরো জেলার নাম উজ্জ্বল করেছেন। এছাড়াও কোচ শিহান শিবু কর্মকার উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।

আরো পড়ুন : Mamata : ৯০০ ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিবাদ মিছিলের ঘোষণা