Jyotipriya got bail : পর্যাপ্ত পরিমান প্রমাণ দিতে ব্যার্থ ইডি? এবার জামিন পেল জ্যোতিপ্রিয়

Jyotipriya got bail : পর্যাপ্ত পরিমান প্রমাণ দিতে ব্যার্থ ইডি? এবার জামিন পেল জ্যোতিপ্রিয়

Jyotipriya got bail

কেয়া সরকার : রেশন দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ (১৫.০১.২৫) তাকে ব্যক্তিগত ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন দিল ইডির বিশেষ আদালত।

তবে রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালত জামিন দিলেও বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, পাসপোর্ট জমা রাখতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Medinipur : মেদিনীপুর স্যালাইন কান্ডে নয়া মোড়, সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট!

Jyotipriya Mallik got bail in the ration corruption case

Today (15.01.25) he was granted bail on a personal bond of Rs 50 lakh by the special court of ED

Fourteen months after his arrest, he was finally granted bail on special conditions and a personal bond of Rs 50 lakh

আরো পড়ুন : 5 Bangladeshis arrested: সোনারপুরে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এতদিন কী ভাবে কোন আস্থানায় ছিল তারা ?

Jyotipriya got bail
Jyotipriya got bail

রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন বাকিবুর রহমান। তারপর একে একে কয়েকজন গ্রেপ্তার হয়। সেই সময় অর্থাৎ ২০২৭ সালের ২৩ অক্টোবর গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক।

গ্রেপ্তারির চোদ্দমাস পর অবশেষে বিশেষ শর্তে এবং ব্যক্তিগত আর্থিক বন্ডে জামিন পেলেন তিনি। এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা।

আরো পড়ুন : Walmart Logo Redesign 2025: A Bold Step into the Future

“সময় এসেছে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত করা”, অভিযোগ আইনজীবীর

এদিন আদালতে আইনজীবী শামিম আহমেদ বলেন, সময় এসেছে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত করা। এই কথা বলার কারন হিসেবে তিনি বলেন, প্রতিটি তদন্তের ক্ষেত্রে দেখছি আদালতের নির্দেশের পরেই সেই তদন্তের গতি স্লথ হচ্ছে। এবং দোষিদের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ জোগাড় করতে পাড়ছে না। যাঁদের নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলা হচ্ছে তাঁরা প্রমাণ করছেন নিরপেক্ষ নন।

আরো পড়ুন : The ASEAN: A Pillar of Unity and Progress in Southeast Asia

জ্যোতিপ্রিয়র জামিনে আদালতের কী নির্দেশ

জ্যোতিপ্রিয়র জামিনে আদালতের নির্দেশ তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না তিনি। সাহায্য করতে হবেতদন্তকারী দলকে। এই মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদমাধ্যমে কনোপ্রকার মুখ খুলতে পারবেন না।

ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখপাধ্যায় রায় দানে বলেন, দীর্ঘদিন উনি জেলে, অন্যভিযুক্তর জামিন পেয়ে গিয়েছেন। এছাড়াও আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত পরিমাণ প্রমাণ এখনও জোগাড় করতে না পারায় মুলত জেলমুক্তি তাঁর।

Jyotipriya got bail
Jyotipriya got bail

আরো পড়ুন : Jasmine Crockett: A Rising Star in U.S. Politics 2025

Leave a Comment