J&K : ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, জঙ্গিরা সেনাদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়! শহিদ ২ জাওয়ান ,আহত ৩

2 Soldiers Killed In Gunfight with Terrorist in Jammu and Kashmir’s Anantnag

পিঙ্কি শর্মা : সেনা-জঙ্গি গুলিড় লড়ায়ে অনন্তনাগে শহিদ হলেন ২ সেনা জাওয়ান। আহত আরো ১ জাওয়ান এবং ২ জন সাধারন নাগরিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন : RG KAR-কান্ডে ধৃতর আপরাধ স্বীকার! সর্বচ্চ শাস্তির দাবি মমতার,ধৃতর নেই কনো অনুতাপ বলছে ফাঁসি দিলে দিন

জানাগিয়েছে, শনিবার দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার আহলান গাদোল এলকায় যখন সেনাবাহিনী রুটিন পেট্রোলিং চালাচ্ছিলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঠিক সেই সময় আচমকাই জঙ্গিরা সেনাদের লক্ষ করে গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, জঙ্গীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। সংঘর্ষে দুই জাওয়ানের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে একজন সেনাবাহিনীর জাওয়ান এবং দুইজন সাধারণ নাগরিক রয়েছে। সেনাবাহিনীর প্যারাট্রুপ জঙ্গি দমন চালাচ্ছে।

Leave a Comment