Jammu and Kashmir : সীমান্তে পাক সেনার টানা গুলি বর্ষণ, নিহত ১ সেনা সহ ৪ শিশু মোট ১৩ জন নিহত, আহত ৫৭
Jammu and Kashmir
পিঙ্কি শর্মা : অপারেশন সিঁদুরের পর থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর সম্মুখবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অনবরত গুলি বর্ষণ করে চলেছে। এই গোলা বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ জেলা।

আরো পড়ুন : 5 killed in helicopter crash : বড় দুর্ঘটনা, উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত,মৃত ৫ তীর্থযাত্রী, চলছে উদ্ধার অভিযান
সেই গোলা বর্ষণের ঘটনায় এবার প্রাণ হারাল এক সেনা জাওয়ানও। এছাড়াও ৪ শিশু সহ মোট ১৩ জন নিহত হয়েছে এবং ৫৭ জন আহত হয়েছে।
পাক গোলা বর্ষণে ১৩ জন নিহতদের তালিকা
পাক গোলা বর্ষণে নিহতদের তালিকায় সেনাবাহিনীর একজন ল্যান্স নায়েক রয়েছেন। এছাড়াও মোহম্মদ আকরাম (৪০), আমরিক সিং (৫৫), মোহম্মদ ইকবাল ৪৫), রঞ্জিত সিং (৪৮), অমরজিৎ সং (৪৭), শাকিলা বিবি ( ৪০), মোহাম্মদ রফি (৪০), বলবিন্দর কৌর ওরফে রুবি (৩৩), এছাড়াও মোহাম্মদ জৈন খান (১০), তার বড় বোন জোয়া খান (১২), মরিয়ম খাতুন (৭) এবং বিহান বার্গভ (১৩)।
কর্মকর্তারা জানিয়েছেন, পুঞ্চের নিয়ন্ত্রিণ রেখা বরাবর বালাকোট, মানকোট, কৃষ্ণ ঘাঁটি, মেন্ধার, গুলপুর, কেরনি এমনকি পুঞ্চ জেলার সদর দপ্তর থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। সীমান্তের ওপার থেকে গতোকাল দুপুর পর্যন্ত গোলা বর্ষণ তীব্র ছিল।
পাকিস্তানের সৈনের এই গোলা বর্ষণের ফলে পুঞ্চ শহরে একটি গুরুদ্বার এবং গুরুদ্বার সংলগ্ন একটি বাড়িতে কামানের গোলার আঘাতে তিঞ্জন শিখ ব্যক্তি নিহত হয়েছেন।

আরো পড়ুন : UPI Payment : UPI ব্যবহারকারীদের জন্য বড় খবর,এখন আরো সরলীকরণ,নয়া সার্কুলার,জেনি নিন কি করতে হবে
ভারতের তরফেও প্রতিশোধমূলক পদক্ষেপে ভারতীয় সেনা জাওয়ানেরা পাকিস্তানের বেশ কয়েকটি চৌকি ধ্বংস করে অনেককে হতাহত করেছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
জম্মু অঞ্চলের রিজৌরি সহ উত্তর কাশ্মীরের বারামুল্লা ও কুপওয়ারায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় শত শত বাসিন্দা বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আবার তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করছে সেনাবাহিনী।
আরো পড়ুন : Itahar : নদীর ধারে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে
কর্মকর্তারা জানিয়েছে, ২০২১ সালে ২৫ ফেব্রুয়ারী ভারত ও পাকিস্থান দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি পুনর্নবীকরণের পর এই প্রথমবারের মতো এতো তীব্র গোলা বর্ষণ করে চলেছে পাকিস্তান। কুপয়ারা জেলার কর্ণাহ সেক্টারে গোলাগলির কারণে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়েছে।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর