পিঙ্কি শর্মা : জঙ্গি দমনে শনিবার(৭.৭.২৪) সকাল থেকেই জম্মু-কাশ্মিরের কুলগাম জেলার বিভিন্ন যায়গায় সেনা ও পুলিশ বাহিনী অভিযান চালায়। দফায় দফায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠে উপত্যাকা। জোড়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৫ জন জঙ্গির।
মাঞ্জাকোটের সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে সেই হামলায় আহত হয়েছে এক জাওয়ান। যে বাড়িতে জঙ্গি লুকিয়ে ছিল সেই বাড়ি সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেয় সেনা বাহিনি। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় এক জঙ্গির দেহ।
সংঘর্ষে শহিদ হয়েছে এক প্যারা ট্রুপার। ওই এলকায় আরও দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পেতেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে এখনো। অপরদিকে কুলাগামের ফ্রিসাল এলকায় সেনাবাহিনীর গুলতে আরো ৪ জঙ্গি মারা যায়।