Jalpaiguri : উদ্বেগ বাড়িয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫০,ইঁদুর জ্বরই কী কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য ভবনের?
Jalpaiguri
অনুশিবা সেন : উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৫০ পৌঁছে গিয়েছে। অতি বৃষ্টির সঙ্গে ছড়াচ্ছে ইঁদুর জ্বর। আপাতত এই জ্বরের সংক্রামণের কেন্দ্র জলপাইগুড়ি। জেলা স্বাস্থ্য দপ্তরের ধারণা জলপাইগুড়ির রাজগঞ্জের একটি বিশাল মুরগি খামার থেকে সংক্রমণ ছড়য়েছে।
আরো পড়ুন : SBI : বদলে গেল SBI-এর অনলাইন পেমেন্টের এই নিয়ম,ক্যানারা,PNB ব্যাংক ? জেনে নিন

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরামারি গ্রামে কিছুতেই পিছু ছাড়ছে না জন্ডিস ও লেপ্টোস্পাইরা।
ইঁদুর জ্বর আসলে কী ?
ব্যাকটেরিয়াজনিত সংক্রামাক রোগ হল লেপ্টোস্পাইরোসিস। এই ব্যাকটেরিয়া মূলত মানুষের শরীরে প্রবেশ করে ইঁদুরের মূত্র ,দূষিত জল, কাদা বা খাবারের মাধ্যমে।
আরো পড়ুন : West Bengal:পশ্চিমবঙ্গ সারকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য জরুরি খবর, স্বাস্থ্য স্কীমে বড় পরিবর্তন
ইঁদুর জ্বরের লক্ষণ কী কী ?
সাধারণ ভাইরাল জ্বরের মতই তাই এই ইঁদুর জ্বর চেনা মুশকিল। হঠাৎ জ্বর ও ঠান্ডা লাগা, মাথা ব্যাথা, পেশিতে ব্যাথা, চোখ লাল হয়ে যাওয়ার, বমি বমি ভাব বা বমি। এছাড়াও পেট ব্যাথা বা ডায়ারিয়া, ক্লান্তি ভাব, কখনও কখনও চামড়া ও চোখের সাদা অংশ হলদে হয়ে যেতে পারে অর্থাৎ জন্ডিস। এই সকল গুলি হল এই জ্বরের লক্ষণ।
আরো পড়ুন : SBI : মার্কিন শুল্ক বৃদ্ধিতে লেনদেন প্রক্রিয়াকরণ বন্ধ, কোন বড় পদক্ষেপ নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
কী বলছেন বিষেষজ্ঞরা ?
বিষেষজ্ঞ এক চিকিৎসক উদ্বেগ প্রকাশ করে জানাচ্ছেন, পশ্চিবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় এবং কলকাতায় হয়ে থাকে লেপ্টোস্পাইরা। কিন্তু এই প্রথম একটি জেলার ( জলপাইগুড়ি) একটি নির্দিষ্ট যায়গায় অনেকটাই বেশি মাত্রায় হচ্ছে। দেশের মধ্যে সুরাট ,ওড়িশার বিভিন্ন যায়গায় দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু পশ্চিবঙ্গে এই মাত্রায় এই প্রথম।
আরো পড়ুন : LPG Sylinder Prices Reduced : মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমল রান্নার গ্যাসের, কোথায় কত কমল দেখে নিন
তিনি জানান, বর্তমানে পশ্চিম্বঙ্গের ৪৪টি সরকারি হাসপাতালে লেপ্টোস্পাইরার পরীক্ষা হয়। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রয়েছে এই পরিকাঠামো। তিনি এই রোগের উপসর্গ দেখলেই টেস্টের কথা বলেছেন।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন