Jalpaiguri : মালবাজারে খবর করতে গিয়ে ডাম্পার মালিকদের হাতে আক্রান্ত একাধিক সাংবাদিক
Jalpaiguri
অনুশিবা সেন : শনিবার (২৪.৫.২৫) গভীর রাত্রে ডুয়ার্সের মালবাজার অঞ্চলে কিছু বালি বোঝাই মালবাহি গাড়ি মাত্রাতিরিক্ত বালি পরিবহনের কারছিল। সেই সময় স্থানীয় মানুষেরা বাধা দিলে তাঁদের সাথে গাড়ি মালিকদের একটি বিবাদের সৃষ্টি হয় ।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক খবর সংগ্রহ করতে সেখানে পৌঁছে যায় এবং স্বচ্ছ ঘটনা ক্যামেরা বন্ধি করতে গেলে বারংবার বাধার সম্মুখিন হয় সাংবাদিকেরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা নিজ নিজ সংবাদ মাধ্যমের দ্বারা খবর করতে যাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত ডাম্পার মালিকরা তাতে বাধা সৃষ্টির পাশাপাশি গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ।
উপস্থিত সকল সাংবাদিককে ডাম্পার মালিক ও তার সাথে যুক্ত সহকর্মীদের হাতে আক্রান্ত হতে হয় । স্থানীয় পুলিশকর্মী আসার পরেও ঘটনাটি সুশঙ্খলতা ও সামঞ্জস্য ফেরেনি বলেই অভিযোগ আনা হয় ।
ডাম্পার মালিকরা তাদের নিজের স্বার্থে নিরীহ ও স্পষ্টবাদী এলাকার সাধারণ মানুষ ও তাদের পাশে এসে দাঁড়ানো সাংবাদিকদের হেনস্থ হতে হয় ।
আরো পড়ুন : Plane Crash : সান দিয়েগোর পাড়ায় ভেঙে পড়ল ব্যবসায়িক জেট বিমান, দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজন
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাজ্য কমিটি থেকে শুরু করে সমস্ত জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জজানা । উপস্থিত সাংবাদিকদের মধ্যে জলপাইগুড়ি জেলার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জেলা সভাপতিসহ বেশ কয়েকজন সাংবাদিকও আক্রান্ত ।
ঘটনার পর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাজ্য কমিটির পক্ষ থেকে পুরো ঘটনার নিন্দা জানানো হয়।
ফোরামের তরফে “নিশ্চিতভাবে এই আক্রমনকাঙ্খিত নয়। প্রশাসনের প্রতি তারা অস্থাশীলতার মধ্য দিয়ে সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপেফ আশাবাদী ।”
