Jalpaiguiri : পাক-অধিকৃত কাশ্মীর অবিলম্বে পুনরুদ্ধারের দাবি সৈকতের, কুশপুত্তলিকা দাহ পাক প্রধানমন্ত্রীর
Jalpaiguiri
এমডি রেমাজুল ও অনুশিবা সেন : জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীর (Saikat Chatarjee) নেতৃত্বে রবিবার শত শত তৃণমূল কর্মী, জলপাইগুড়ির থানা মোড়ে জড়ো হয়। সেখানে পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত পর্যটকদের হত্যালিলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে কুশপুত্তলিকা দাহ করে।

আরো পড়ুন : Abhishek : আর কোনও সার্জিক্যাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুন : অভিষেক
পাশাপাশি ভাইস চেয়ারম্যান সৈকত বাবু বলেন, এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আমাদের কেন্দ্রীয় সরকারের বাহিনীর একটি উল্লেখযোগ্য নিরাপত্তা ত্রুটি দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পাক-অধিকৃত কাশ্মীর অবিলম্বে পুনরুদ্ধারের দাবি করছি।
আরো পড়ুন : Jharkhand : সন্ত্রাসী হামলায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা,এবার ঝারখান্ডে সন্ত্রাসী সংগঠনে যোগাযোগে আটক ৪
জম্মু ও কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এছাড়াও একজন স্থানীয় কাশ্মিরী যুবকও জঙ্গিদের গুলিতে নিহত হন। সেই স্থানীয় যুবক “সৈয়দ আদিল হুসেন শাহ” জঙ্গিদের বন্দুক কেরে হিন্দু পর্যটকদের বাঁচাতে প্রাণ দিতে হয়।
নিহত ওই কাশ্মীরি যুবক সৈয়াদের বাড়ি অনন্তনাগ জেলার হাপতনার্দ গ্রামে। জান গিয়েছে,পরিবারে মধ্যে উপার্জন করে সংসার চালানোর মতো তিনি একজন ছিলেন।

এরপরেই উত্তাল হয় গোটা দেশ। ২৬ জন পর্যটকের হত্যার প্রতিবাদে পাকিস্থানিকে যোগ্য জবাবের আওয়াজ তোলে গোটা দেশ। জঙ্গি ও পাকিস্থানের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে ভূসর্গের রাজপথে মিছিল করে স্থানীয় কাশ্মীরের বাদিন্দারাও।
এবার সেই ২৬ জন নিরিহ পর্যটক এবং এছাড়াও একজন স্থানীয় কাশ্মিরী যুবকও জঙ্গিদের গুলিতে নিহতের ঘটনায় শনিবার পথে নামে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস।
আরো পড়ুন : Malda :প্রকাশ্যে AK-47 রাইফেল নিয়ে ঘুরে বেড়ানো সহ জোড়া ফেক ভিডিও, আসল তথ্য সামনে আনল পুলিশ,সাথে সতর্ক
তৃণমূল নেতা সৈকতের দাবি ভূস্বর্গে এই নৃশংস হত্যালিলা ভারতের উপর আক্রমণের সমতুল্য
এদিন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী বলেন, ২২শে এপ্রিল, পাহালগামে উগ্রপন্থীদের দ্বারা ২৭ জন ভারতীয়র নৃশংস হত্যালিলা কার্যত পাকিস্তানের ভারতের উপর আক্রমণের সমতুল্য।
সৈকতের দাবি এটি শুধু “হিন্দু-মুসলিম সংঘাত নয়, হিন্দুদের বাঁচাতে প্রাণ হারিয়েছেন মুসলিম ভাই ও এক সেনা জাওয়ানও
তিনি আরো বলেন, এটি হিন্দু বনাম মুসলিম সংঘাত নয়। আমরা দেখেছি হিন্দু পর্যটকদের রক্ষা করতে গিয়ে জঙ্গিদের হাতে একজন মুসলিমও প্রাণ হারিয়েছেন। এছাড়াও পহেলগাম সন্ত্রাসী হামলার পর জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গি এনকাউন্টারের সময়,এক জওয়ান নিহত হন। তিনিও একজন মুসলিম সম্প্রদায়ের। এই জঙ্গিদের সমর্থন রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের বলে পুনরায় মনে করিয়ে দেন তনি।
