Itahar : নদীর ধারে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে
Itahar
প্রজয় চক্রবর্তী : নিজের বাড়ির কাছেই ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মাখা দেহ অর্ধনগ্ন দেহ উদ্ধার হল এক তৃণমূল কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সোনাডাঙ্গি গ্রামে।

আরো পড়ুন : IND bans all imports from PAK : পাকিস্তান থেকে সকল আমদানি এবং পরিবহনের উপর নিষিদ্ধ করলো নয়াদিল্লি
শনিবার সকালে বাড়ির কাছেই একটি পুকুরপার থেকে ৩০ বছর বয়েসী সুব্রত দেবনাথের দেহ পরে থাকতে দেখে পরিবারের লোক। এরপরেই খবর দেওয়া হয় ইটাহার থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদনের জন্য পাঠায়।
আরো পড়ুন : 7 Killed, Over 30 Injured : বিজেপি শাসিত রাজ্যে মন্দিরে পদদলিতর ঘটনা, নিহত বেড়ে ৭,আহত ৩০ জনেরও বেশি

পরিবারের তরফে জানানো হয়, শুক্রবার রাতে সুব্রত খাবার খেয়ে অন্যান্য দিনের মতো বিন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যায়। এরপর সারারাত আর বাড়িতে ফেরেনি সুব্রত। শনিবার সকালে খুজতে বেরিয়ে বাড়ির কাছেই রাক্তাক্ত দেহ দেখতে পায়।
আরো পড়ুন : Fire Incident :সল্টলেকের সেক্টর ৫-এ রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল ইঞ্জিন
পুলিশ সূত্রে জানাগিয়েছে, নিহত সুব্রত দেবনাথ পেশায় জীবন বিমা এজেন্ট। এছাড়াও তিনি ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি তৃণমূলের একজন সক্রীয় কর্রমীও ছিলেন।
আরো পড়ুন : Arrest 2 : সাইবার প্রতারণার বড় চক্রের হদিস দক্ষিণ দিনাজপুর পুলিশের, লোনের নামে কোটি টাকার ফ্রড, গ্রেপ্তার ৩
পুলিশ সূত্রে জানাগিয়েছে, বাড়ির থেকে ঢিলছোড়া দূরুত্বে শ্রীমতী নদীর ধারে এক যুবকের রক্তাক্ত দেহ পড়েছিল। পরিবার এসে চিহ্নিত করে মৃত দেহটি। মৃতের নাম সুব্রত দেবনাথ (৩০)। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও চশমা উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন : Islampur : আবারো লাল ট্রলি ব্যাগ কান্ড, এবার ইসলামপুরে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ