Islampur : আবারো লাল ট্রলি ব্যাগ কান্ড, এবার ইসলামপুরে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ
Islampur
এমডি রেমাজুল : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে ট্রলি কান্ড। ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের দেহ।

শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনাখোদা বাইপাস রাস্তার ধারে একটি ভুট্টাখেত থেকে উদ্ধার হয় একটি লাল সুটকেস। সেই সুটকেস থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ।
জমির মালিক বাজারে জাবার পথে তাঁর জমির ধারে লাল রঙের সুটকেসটি দেখলেও গুরুত্ব না দিয়েই চলে যান। পরে স্থানীয়রা জমির ধারে ওই লাল সুটকেসটি দেখতে পায়। সেই লাল ট্রলি ব্যাগটি তালা বন্ধ অবস্থায় ছিল।
আরো পড়ুন : LPG Cylinder Prices Reduced : কমল এলপিজি সিলিন্ডারের দাম, আপনার শহরে কত টাকা দিতে হবে দেখে নিন, তবে….
শুক্রবার সকাল ১০ টার নাগাদ স্থানীয়রাই খবর দেয় ইসলামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।

আরো পড়ুন : Arrest 2 : সাইবার প্রতারণার বড় চক্রের হদিস দক্ষিণ দিনাজপুর পুলিশের, লোনের নামে কোটি টাকার ফ্রড, গ্রেপ্তার ৩
পুলিশ সুটকেসের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ। সুটকেস থেকে বেরিয়ে আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হত্যা করে কেউ ফেলে গিয়েছে।
এরপর ইসলামপুর থানার পুলিশ সুটকেস সহ মৃত দেহটিকে উদ্ধার করে, মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ইসলামপুর মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ মৃতদেহের কনো পরিচয় জানতে পারেনি। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জমির মালিক অমিত পাল জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত দুই তিনজন মিলে ঘটনাস্থলের পাশেই বসে আড্ডা দিচ্ছিলেন। তাঁরপর টারা ইসলামপুর চলে যায়। তার পরেই সম্ভবত কেউ ব্যাগে করে এই বডি ফেলে রেখে গিয়ে থাকতে পারে।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর
