Islampur : কোর্ট থেকে ফেরার পথে ভর সন্ধ্যায় দুষ্কৃতি হামলায় গুলিবিদ্ধ ২ পুলশকর্মী, পালল বন্দি
Islampur
এমডি রেমাজুল : বুধবার ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল অপরাধের মামলায় যুক্ত দুই আসামীকে। আদালতে শুনানি শেষ হতেই দু’জনকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে।
Table of Contents
পুলিশ সূত্রে জানাগিয়েছে যখন দু’জন আসামিদের নিয়ে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলকায় পুলিশের ভ্যান এসে পৌঁছয়, ঠিক সেই মুহুর্তে পুলিশের গাড়ি লক্ষ্যকরে দুষ্কৃতিরা এলোপাথারি গুলি চালানো শুরু করে।

আরো পড়ুন : Jyotipriya got bail : পর্যাপ্ত পরিমান প্রমাণ দিতে ব্যার্থ ইডি? এবার জামিন পেল জ্যোতিপ্রিয়
On the way back from the court, 2 police personnel were shot dead in a criminal attack in the evening, Palal was arrested
Two police personnel named Deven Vaishya and Neelkant Sarkar were injured in the firing by miscreants. According to police sources, the two police personnel received two rounds of bullets
When the police van arrived at Panjipara area of Goalpokhar with the two accused, at that moment the miscreants started firing indiscriminately at the police vehicle
আরো পড়ুন : Medinipur : মেদিনীপুর স্যালাইন কান্ডে নয়া মোড়, সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট!
দুষ্কৃতিদের গুলিতে আহত হন দেবেন বৈশ্য ও নীলকান্ত সরকার নামে দুই পুলিশ কর্মী। দুই পুলিশ কর্মীর মোট দু’ই রাউন্ড গুলি লাগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিন এই এই ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলা সুপার জেবি থামাস বলেন, ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। কী এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন : 5 Bangladeshis arrested: সোনারপুরে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এতদিন কী ভাবে কোন আস্থানায় ছিল তারা ?
বর্তমানে ওই দুই পুলিশকর্মী ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। এদিন কিভাবে এই গুলি চালনার ঘটনা ঘটল প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই পুলিশকর্মীকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আরো পড়ুন : Walmart Logo Redesign 2025: A Bold Step into the Future