IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ

IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ

বিষয় সূচী:-

IPL Megha Auction 25 Day 1

স্পোর্টস ডেস্ক : আইপিএল দু-দিনের মেঘা অকশনে প্রথম দিনে অর্থাৎ আজ (২৪.১১.২৫) ১২ টি সেটের ৪৮ জন খেলয়ারের ভাগ্য নির্ধারণ। সূত্র বোর্ড মারফত। অকশন শুরু হবে প্রথম মার্কিসেটে, জস বাটলার , ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডারা।

Table of Contents

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ মেগা নিলাম ২৪ এবং ২৫ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে, ৫৭৭ জন খেলোয়াড় স্বাক্ষর করার জন্য।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিলামের প্রথম দিনে মোট ৭২ জন খেলোয়াড় কেনা হয়েছিল, যখন ১২ জন খেলোয়াড় অবিক্রিত থেকে যায়। রাইট-টু-ম্যাচ (RTM) বিকল্পটি চারটি অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা আহ্বান করা হয়েছিল।

মেঘা অকশনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখছেন ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের চেয়ারম্যান অরুণ ধূমাল। টেবিলে উপস্তিত ফ্র‍্যাঞ্চাইজির প্রতিনিধি, ভারতীয় ক্রীকেট বোর্ডের শীর্ষকর্তারা।

আরো পড়ুন : UP Breaking : “মসজিদের নিচে মন্দির বিতর্ক”,কোর্টের নির্দেশে সমীক্ষক দল পৌঁছতেই ধুন্ধুমার, দেখুন ভিডিও

সময় ৩.৪৮ মিনিট : অকশন শুরুর অর্শদীপ সিংকে দিয়ে। বেস প্রাইস ২ কোটি টাকা। প্রথম বিড করল চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। চেন্নাই ছাড়ল বিড,প্রবেশ করল গুজরাট ৭.৫ কোটিতে দিল্লির সাথে গুজরাটের লড়াই। হাল ছাড়ল দিল্লি যোগ দিল গুজরাট ৯.৭৫ কোটি। এন্ট্রি নিল আরসিবি। ১০.৭৫ দর উঠাল গুজরাট। রাজস্থান ডাক দিল ১১ কোটি। ফের গুজরাট ডাক দিল ১১.২৫ কোটি। এবার রাজস্থান ১২ কোটি। গুজরাট বিদাই ১২.৭৫ কোটিতে ডাক দিল সানরাজ হাদ্রাবাদ। ফের ১৩ কোটিতে রাজস্থানের ডাক। এক লাফে ১৫.৭৫ কোটিতে সানরাইজ ডাক দিয়ে সানরাইজ হাইদ্রাবাদ নিল অর্শদীপকে। অর্শদীপকে পেতে পেতে কোমড় বেঁধে নেমেছে পাঞ্জাব। হাইদ্রাবাদও ছাড়নে বালা নয়। হাইদ্রাবাদ দর উঠালো ১৮ কোটি। কিন্তু পাঞ্জাব আরটিএম ব্যবহার করে ১৮ কোটিতে অর্শদীপকে কিনে নিল পাঞ্জাব।

IPL Megha Auction 25 Day 1

More Surprises Await After Pant,Lyer Script History

Here are the live updates from IPL 2025 megha auction in Jaddah, Saudi Arabia ,Day 2

দরে উঠে বিদেশি খেলোয়ার কাগিসো রাবাডা

নিলামের ময়দানে নামে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট। রাবাডা দর উঠল ৮ কোটিতে। প্রেসার বোলারের জন্য নিলামে প্রবেশ করল আরসিবি। ১০.৫০ দর উঠাল আরসিবি। ১০.৭৫ গুজরাট। পাঞ্জাব আরটিএম ব্যবহার না করায় ১০.৭৫ কোটিতে রাবাডাকে নিল গুজরাট টাইটান্স

শ্রেয়স আইয়ার

কলকাতা নাইট রাইডার্স প্রথম বিড কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের জন্য শুরু প্রতিপক্ষ পাঞ্জাব। বেস প্রাইস ২ কোটি। ১০ কোটিতে বিড উঠতেই শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা। এন্ট্রি নিল দিল্লি। শ্রেয়াসকে পেতে বিড যুদ্ধ দুই দলের। ১৫ কোটি দর উঠাল দিল্লি। টাক্কা দিচ্ছে পাঞ্জাবও। ফের দিল্লি দর উঠাল ১৭ কোটি। এখনো লড়াইয়ে পাঞ্জাব। ১৯ এর পর ২০ কোটি দর উঠালো দিল্লি। লড়াই জিয়ে রাখল পাঞ্জাব। দিল্লি দর উঠাল ২৩ কোটি। হাল ছাড়তে নারাজ পাঞ্জাব। শেষ মেষ দর কষাকষিতে গতবারের সর্বচ্চ বিডের প্রাইজ স্ট্রাককে পার করল শ্রেয়াস। শেষমেশ দিল্লি হাল ছেড়ে দিতেই ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংস নিল শ্রেয়স আইয়ারকে।

জস বাটলার

বাটলারকে নিয়ে বিড লড়াই শুরু হয় রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের মধ্যে। বাটলারের দর ৬ কোটি উঠতেই সড়ে দাঁড়ায় রাজস্থান। গুজরাটের সাথে লড়াইয়ে নামে পাঞ্জাব ১২.২৫ কোটিতে দর হাকায় পাঞ্জাব। গুজরাট দর উঠায় ১২.৫০ কোটি। বিডে প্রবেশ করে লখনউ। দর হাকায় ১৩.৭৫ কোটি। গুজরাট দর উঠায় ১৫.৭৫ কোটি। লখনউ ছেড়ে দিতেই জস বাটলার গুজরাট টাইটান্সের হয়ে যায়।

মিচেল স্টার্ক

প্রথম বিড মুম্বাইয়ের। বিডে প্রবেশ কলকাতার ৬ কোটিতে বিড ছেরে দেয় মুম্বাই। ৬.২৫ কোটিতে দিল্লির প্রবেশ। মাঝে লড়াই দুই দলের। স্টার্ক কে নিয়ে ১০ কোটিতে উঠে কলকাতা। দিল্লির ১০.২৫-এ ছেড়ে দেয় কলকাতা। ১১ কোটিতে বিড দিয়ে প্রবেশ আরসিবি প্রবেশ করলেও শেষ মুহূর্তে মিচেল স্টার্ক ১১.৭৫ কোটিতে দিল্লির হয়।

ঋষভ পান্থ

লখনউ প্রথম বিড। লড়াইয়ে আরসিবি। লড়াইয়ের প্রথমেই দর চরচর করে উঠতে থাকে পান্থ এর দর। নিমিষেই ৯ কোটি পার। ১১.২৫ কোটিতে দর পৌঁছতেই আরসিবি বিড ছেড়ে বেরিয়ে যায়। এন্ট্রি নেয় সানরাইজার্স। দর কষাকষির পর ১৯ কোটি বিড উঠায় সানরাইজার্স। ১৯.২৫ কোটি বিড দেয় লখনউ। চলছে লড়াই। ২০ কোটি সানরাইজ। লখনউ ২০.২৫ কোটি। হায়দরাবাদ ২০.৭৫ এ আউট। অবশেষে ২০.৭৫ কোটিতে ঋষভ পান্থকে নিল লখনউ সুপার জায়েন্ট। এখানেই খেলা থেমে থাকেনি। দিল্লিকে আরটিএম-এর জন্য প্রশ্ন। আরটিএম ব্যবহার করল দিল্লি ক্যাপিটালস। লখনউ দর উঠাল ২৭ কোটি। এরপর আর দিল্লি এগোয়নি। ফাইনালি লখনউ সুপার জায়েন্টসের হয় ঋষভ পান্থ।

মহম্মদ সামি

কলকাতার প্রথম বিড পেশ বলার মহম্মদ সামি। ময়দানে নামে চেন্নাই সুপার কিংস। দর কষাকষির মধ্যেই ৮ কোটি দিয়ে বিড শুরু করে লখনউ সুপার জায়েন্টস। ত্রিমুখী লড়াই শুরু হতেই লখনউ বেড়িয়ে যায়। কলকাতার বিড ৯.৭৫ কোটি। মহম্মদ সামির জন্য অবশ্য আরটিএম ব্যবহার করেনি গুজরাট। বিডের লড়াইয়ে প্রবেশ করল হায়দ্রাবাদ। ১০ কোটিতে বিড ছেড়ে দেয় কলকাতা। সানরাইজ হায়দ্রাবাদে ১০ কোটিতে নিল মহম্মদ সামিকে।

ডেভিড মিলার

টি-টুয়েন্টির অন্যতম মারকুট ব্যাটসম্যান ডেভিড মিলার। মিলারের বেস প্রাইজ ছিল ১.৫ কোটি। লটাইয়ে গুজরাট, আরসিবি ,ব্যাঙ্গালোর, দিল্লি, লখনউ। সবশেষে গুজরাট মিলারের জন্য আরটিএম কার্ড ব্যবহার না করায় ৭.৫০ কোটিতে ডেভিড মিলার লখনউ সুপার জায়েন্টসে

যুজবেন্দ্র চাহাল

বিড শুরু করে চেন্নাই সুপার কিংস। মাঝে দর কষাকষি। দল গুজরাট, পাঞ্জাব, লখনউ সুপার, আরসিবি, হায়দ্রাবাদ। সব শেষে ১৮ কোটিতে যুজবেন্দ্র চাহালকে নিল পাঞ্জাব কিংস।

মহম্মদ সিরাজ

আরসিবি আরটিএম ব্যবহার না করায় ১২.২৫ কোটিতে সিরাজকে নিল গুজরাট টাইটান্স।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1

আরো পড়ুন : Many Slums are Burning : দাউদাউ করে জ্বলছে বস্তির একের পর এক ঘর,পুড়ে ছাই একাধিক বাড়ি

লিয়াম লিভিংস্টোন

আরসিবি প্রথম বিড করে। দর কষাকষির পর পাঞ্জাব আরটিএম ব্যবহার না করায় ৮.৭৫ কোটিতে আরসিবিতে লিয়াম লিভিংস্টোন।

লোকেশ রাহুল

প্রথম বিড কলকাতা নাইট রাইডার্সের। লখনউ আরটিএম ব্যবহার না করায় মাত্র ১৪ কোটিতে দিল্লি ক্যাপিটালসে লোকেশ রাহুল।

হ্যারি ব্রুক

ইইল্যান্ডের মারকুট্টা ব্যাটার হ্যারি ব্রুকের জন্য ডাক শুরু। চেন্নাই ও পাঞ্জাব দড় শুরু করলেও শেষ পর্যন্ত ৬.২৫ কোটিতে হ্যারিকে নিল দিল্লি ক্যাপিটালস।

দেবদত্ত পাড়িক্কল

দেবদত্তর বেস প্রাইস ছিল ২ কোটি। নিলামের জন্য তাঁর জন্য কেউ ডাক উঠায়নি। আপাতত আনসোল্ড হয়ে রইলেন দেবদত্ত পাড়িক্কল।

এইডেন মার্কর‍্যাম

বিদেশি অলরাউন্ডার এইডেন মার্কর‍্যামের জন্য বেস প্রাইস ২ কোটিতে বিড করল লখনউ সুপার জায়েন্টস । বিডে আর কেউ অংশ গ্রহণ না করায় বেস প্রাইস ২ কোটিতে লখনউ পেয়ে গেল এইডেন মার্কর‍্যামকে।

ডেভন কনওয়ে

প্রথম বিড চেন্নাই সুপার কিংসের। ২ কোটি দিয়ে শুরু করে চেন্নাই। লড়াই চলে পাঞ্জাব ও চেন্নাইয়ের মধ্যেই। শেষ মেষ ৬.২৫ কোটিতে ডেভন কনওয়েকে নিল চেন্নাই সুপার কিংস।

রাহুল ত্রিপাঠি

রাহুলের বেস প্রাইস ৭৫ লক্ষ। চেন্নাই কলকাতার লড়াই। শেষে ৩.৪০ কোটিতে রাহুল ত্রিপাঠি চেন্নাই সুপার কিংসে।

ডেভিড ওয়ার্নার

ডেভিডের বেস প্রাইস ২ কোটি। কিন্তু কনো প্যাডেল না তোলায় আপাতত আনসোল্ড ডেভিড ওয়ার্নার।

জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক

বেস প্রাইস ২ কোটি। সেই ব্রেস প্রাইস দিয়ে ডাক শুরু করে দিল্লি। ময়দানে পাঞ্জাব ,লখনউ। পাঞ্জাবের রিকি পন্টিং জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে পেতে এক প্রকার মরিয়া হয়ে উঠে। দিল্লি চিন্তাভাবনা করে আরটিএম অপশন নিল। পাঞ্জাবও মরিয়া পাঞ্জাবের ফাইনাল বিড জানিয়ে দিল ৯ কোটি। দিল্লি আরটিএম ব্যবহার করে ৯ কোটি দিয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে নিয়ে নেয়।

হর্ষল প্যাটেল

দেশের অন্যতম পেশ বোলার হর্ষলের বেস প্রাস ২ কোটি। বেস প্রাইসে বিড দেয় হায়দ্রাবাদ। লড়াইয়ে নামল গুজরাট। ৬.৭৫ কোটি হায়দ্রাবাদ দড় উঠাতেই গুজরাট সরে দাড়ায়। পাঞ্জাব আরটিএম ব্যবহার না করায় ৮ কোটিতে হার্ষল প্যাটেলকে নিল হায়দ্রাবাদ।

রাচিন রবীন্দ্র

বেস প্রাইস ১.৫ কোটি। বেস প্রাইস দিয়ে বিড করে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব দড় উঠায় ৩.২০ কোটি। শেষমেশ চেন্নাই আরটিএম ব্যবহার করে ৪ কোটিতে নিল রাচিন রবীন্দ্রকে।

রবিচন্দ্রন অশ্বিন

প্রথম বিড চেন্নাইয়ের। লড়াইয়ে লখনউ। দ্রুত ঢোকে আরসিবি। লড়াইয়ে নামে রাজস্থানও। রাজস্থান অশ্বিনকে পেতে ৫ কোটি বিড করে। সিএসকে ডাকে ৫.২৫ কোটি। শেষমেষ চেন্নাই ৯.৭৫ কোটি বিড করলে রাজস্থান ছেড়ে দেয়। ৯.৭৫ কোটিতে অশ্বিনকে নিল চেন্নাই সুপার কিংস।

ভেঙ্কেটেশ আইয়ার

লখনউ ও আরসিবি দুই পক্ষই ভেঙ্কটেশকে পেতে মরিয়া। আরসিবি ৮ কোটি দিয়ে ময়দানে প্রবেশ। লড়াইয়ে রয়েছে কলকাতা। কলকাতা ও আরসিবি লড়াইয়ের ময়দানে। কলকাতা ১৯.২৫ কোটি। আরসিবি ফের লড়াই জিয়ে রাখল। কলকাতা ২১ কোটি । ২৩.৫০ কোটি আরসিবি। কলকাতা ভেঙ্কটেশকে পেতে মড়িয়া। ২৩.৭৫ কোলকাতা। এবার ময়দান ছেড়েদেন আরসিবি। শেষে ২৩.৭৫ কোটিতে ভেঙ্কেটেশ আইয়ারকে নিল কেকেআর।

মার্কাস স্টইনিস

বিদেশি অলরাউন্ডার কে নিতে মাঠে নামে আরসিবি ও সিএসকে। শেষে সবাইকে পেছেনে ফেলে ১১ কোটিতে মার্কাস স্টইনিসকে নিল পাঞ্জাব কিংস।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1

মিচেল মার্শ

দিল্লি আরটিএম ব্যবহার না করায় ৩.৪০ কোটিতে মিচেল মার্শকে নিল লখনউ সুপার জায়েন্টস।

গ্লেন ম্যাক্সওয়েল

বেস প্রাইস ২ কোটি। আরসিবি আরটিএম ব্যবহার না করায় ৪.২০ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে পেয়া যায় পাঞ্জাব কিংস।

কুইন্টন ডি’কক

কুইন্টনের বেস প্রাইস ২ কোটি। আরটিএম অপশন ব্যবহার করল না লখনউ। ৩.৬০ কোটিতে কুইন্টন ডি’কক-কে নিল কলকাতা।

ফিল সল্ট

গতো মরসুমের কলকাতায় ছিল ফিল সল্ট। ১১.২৫ কোটি পর্যন্ত কলকাতা উঠে ছেড়ে দেয়। ১১.৫০ আরসিবি ডাক তুলে ফিল সল্টকে নিল আরসিবি।

রহমানুল্লাহ গুরবাজ

গত মরসুমে ওপেনার হিসেবে কলকাতার দলে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু সল্ট ভালো খেলায় সে সুযোগ পায়নি তাই এবার তাকে বেস প্রাইসেই পেয়ে গেল কেকেআর।

ঈশান কিষাণ

বেস প্রাইস ২ কোটি। ওপেনিং বিড মুম্বাই ইন্ডিয়ান্সের। লড়াইয়ে পাঞ্জাব কিংস। লড়াইয়ে ঢোকে দিল্লি। দির্ঘ দর কষাকষির পর পাঞ্জাব ১০ কোটিতে উঠিতেই ৯.৭৫ কোটিতে দিল্লি ছেড়ে দেয়। ১০.২৫ কোটিতে হায়দ্রাবাদের এন্ট্রি। ১১ কোটি দর হাকায় পাঞ্জাব কিংস। ১১.২৫ কোটি দর উঠিয়ে সানরাইজার্স হাইদ্রাবাদে ঈশান কিষাণ।

জীতেশ শর্মা

ব্যাটসম্যান ও কিপার এই জীতেশের বেস প্রাইস ১ কোটি। লড়াইয়ে সিএসকে ও লখনউ। ৪.৪০ তে ময়দান ছাড়ল লখনউ। ৭ কোটি দিয়ে আরসিবি প্রবেশ। আরসিবি ফাইনাল বিড ১১ কোটি। পাঞ্জাব আটিএম ব্যবহার না করে জীতেশকে ছেড়ে দেয়। শেষে ১১ কোটিতে জিতেশ শর্মা আরসিবিতে।

জশ হ্যাজলউড

জশ হ্যাজলউডকে নিতে মরিয়া কলকাতা, আরসিবি, লখনউ, মুম্বই। জশ হ্যাজলউডকে পেতে শেষ লড়াইয়ে. গিয়ে টেকে মুম্বাই ও আরসিবি। মুম্বাই ১০.২৫ কোটি। ১২.৫০ আরসিবি। শেষে ১২.৫০ কোটিতে জশ হ্যাজলউড আরসিবিতে।

প্রিসিধ কৃষ্ণ

বেস প্রাইস ২ কোটি । ভারতীয় এই পেসারের জন্য বিডে নামে রাজস্থান ,গুজরাট। রাজস্থানের শেষ বিড ৮.৭৫ কোটি। গুজরাট ৯.৫০ কোটি। রাজস্থান বেরিয়ে যায় বিড থেকে। শেষে ৯.৫০ কোটিতে প্রিসিধ কৃষ্ণ গুজরাট টাইটান্সে।

আবেশ খান

বেস প্রাইস ২ কোটি। লড়য়ে লখনউ ও পাঞ্জাব। লড়য়ের মাঝে রাজস্থান লড়াইয়ে ঢোকে ৬.৫০ কোটিতে। লখনউ ৯.৭৫ কোটি দড় উঠাতেই আউট রাজস্থান। ৯.৭৫ কোটিতে আবেশ খানকে নিল লখনউ সুপার জায়েন্টস।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1

অনরিখ নর্টজে

পেসার নিয়ে লড়াই কলকাতা ও লখনউ এর মধ্যে। দিল্লি আরটিএম ব্যবহার না করায় ৬.৫০ কোটিতে প্রেসার অনরিখ নর্টজে কলকাতায়।

ফ্রোজা আর্চার

বেস প্রাইস ২ কোটি। বেস প্রাইস দিয়ে বিড শুরু করে লখনউ। লড়াইয়ে ঢুকল প্রাক্তন দল মুম্বাই। মাঝে প্রবেশ করল রাজস্থান। ১২ কোটি রাজিস্থান। মুম্বাই ১২.২৫ কোটি। ১২ .৫০ কোটি রাজিস্থান। শেষে ১২.৫০ কোটিতে ফ্রোজা আর্চারকে নিল রাজস্থান।

খলিল আহমেদ

লড়াইয়ে ছিল চেন্নাই ও লখনউ। ৪.৮০ কোটি দান ছেড়ে দেয় লখনউ। ভারতীয় বাহাতি পেসারের জন্য দিল্লি আরটিএম ব্যবহার করেনি। ৪.৮০ কোটিতে চেন্নাইয়ে এবার খলিল আহমেদ।

টি নটরাজন

আরসিবি , হায়দ্রাবাদ, দিল্লি। দর কষাকষির শেষে ১০.৭৫ কোটিতে নটরাজনকে নিল দিল্লি ক্যাপিটালস।

ট্রেন্ট বোল্ট

বেস প্রাইস ২ কোটি । বোল্টের জন্য মুহূর্তের মধ্যে ৫ কোটি পার হয়ে যায়। দৌড়ে রাজস্থান, লখনউ, মুম্বাই । মুম্বাই ১২ কোটি। রাজস্থান ১২.৫০। মুম্বাই ১২.৫০ কোটিতে নিল ট্রেন্ট বোল্টকে।

মহেশ থিকসানা

রহস্য স্পিনার মহেশ থিকসানার লড়াইয়ে মুম্বাই ও রাজস্থান। ৪.৪০ কোটি ডাক দিয়ে মহেশ থিকসানাকে পেল রাজস্থান রয়্যালস।

রাহুল চাহার

বেস প্রাইস ১ কোটি। হায়দ্রাবাদ ও মুম্বাই লড়াইয়ে। মাঝে লখনউর প্রবেশ। ৩.২০ কোটি হায়দারাবাদ। পাঞ্জাব কিংস আরটিএম ব্যবহার না করায় ৩.২০ কোটিতে হায়দরাবাদে রাহুল চাহার।

অ্যাডাম জাম্পা

এই অজি লেগ স্পিনারের বেস প্রাইস ২ কোটি। লড়াইয়ে রাজস্থান ও সানরাইজার্স। রাজস্থান ২.৪০। রাজস্থান মানা করতেই ২.৪০ কোটিতে অ্যাডাম জাম্পাকে পেল সানরাইজার্স।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

বেস প্রাইসে বিড করল রাজস্থান। শ্রীলঙ্কার এই লেগ স্পিনারের রাজস্থান দর উঠাল ৩.২০ কোটি। লড়াইয়ে নেমেছে মুম্বাই। মুম্বাই ৪.৬০ কোটি। রাজস্থান ৪.৮০ কোটি। মুম্বাই ৫ কোটি। রাজস্থান ৫.২৫ কোটি। মুম্বাই ছেড়ে দিতেই ৫.২৫ কোটিতে রাজস্থান রয়্যালসে ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়াকার সালামখেলি

বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। আফগানিস্থানের স্পিনার ওয়াকার সালামখেলি আপাতত আনসোল্ড।

নুর আহমেদ

চেন্নাই সুপার কিংসে ১০ কোটিতে নুর আহমেদ।

অথর্ব তাইডে

সানরাইজার্সে বেস প্রাইস ৩০ লক্ষ টাকায়।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1

আনমোলপ্রীত সিং

আনমোলপ্রীত সিং-এর বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। আপাতত তিনি আনসোল্ড।

নেহাল ওয়াদেরা

বেস প্রাইস ৩০ লক্ষ। মুম্বাই আরটিএম ব্যবহার না করায় ৪.২০ কোটিতে পাঞ্জাব কিংসে নেহাল ওয়াদেরা।

অংকৃষ রঘুবংশী

বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। গত মরসুমে কলকাতার হয়ে নজড় কেড়ে ছিল। ময়দানে নামে চেন্নাই। শেষ পর্যন্ত ৩ কোটি দরে অংকৃষ রঘুবংশক নিল কেকেআর।

করুণ নায়ার

বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। কেউ না ঝাপায় দ্বিতীয় বিডে ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে নেয় দিল্লি।

যশ ধূল

বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। আপাতত আনসোল্ড।

অভিনব মনোহর

বেস প্রাইস ৩০ লক্ষ। শেষ পরজন্ত কেকে আর দর তোলে ৩ কোটি। ৩.২০ কোটিতে অভিনব মনোহর সানরাইজার্সে।

নিশান্ত সিন্ধু

বেস প্রাইস ৩০ লক্ষ। বেস প্রাইসে নিশান্ত সিন্ধু গুজরাটে

সমীর রিজভি

বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। চেন্নাই বিডে প্রবেশ করলেও পরে বেরিয়ে যায়। শেষে ৯৫ লক্ষ টাকায় সমীর রিজভি দিল্লিতে।

নমন ধীর

গত বছর মুম্বাইয়ের হয়ে নজড় কেড়েছিলেন। মুম্বাই নমনকে পেতে মরিয়া। লড়াইয়ে আরসিবি ,রাজস্থান, পাঞ্জাব। শেষে রাজস্থানের ফাইনাল বিড ৫.২৫ কোটি। মুম্বাই আরটিএম ব্যবহার করে। ৫.২৫ কোটিতে নমন ধীর মুম্বাইতেই থেকে গেলেন।

IPL Megha Auction 25 Day 1
IPL Megha Auction 25 Day 1

আরো পড়ুন : RG Kar : চরম অবস্থা, আরজি করে ৩ ডোমের মধ্যে মারপিট! বন্ধ মর্গ, হয়নি কনো ময়না তদন্ত

Leave a Comment