IPL-2025 : রাজনীতির শিকার ইডেন ? সরল ফাইনাল ম্যাচ, আইপিএল ফাইনাল সহ ২ কোয়ালিফায়ার মোদী রাজ্যে

IPL-2025 : রাজনীতির শিকার ইডেন ? সরল ফাইনাল ম্যাচ, আইপিএল ফাইনাল সহ ২ কোয়ালিফায়ার মোদী রাজ্যে

বিষয় সূচী:-

IPL-2025

স্পোর্টস ডেস্ক : বিসিসিআই নিশ্চিত করেছে যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যথাক্রমে ১ এবং ৩ জুন আইপিএল ২০২৫ এর কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। মুল্লানপুরে ২৯ মে কোয়ালিফায়ার ১ এবং ৩০ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : Abhishek : কনফিডেন্স দিল্লির,পাকিস্তানের পোল খুলতে জাপান সহ ৪ দেশের উদ্দেশ্যে আজ রওনা দিলেন অভিষেক!

IPL-2025
IPL-2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আইপিএলের জারি করা নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা ইডেনের পরিবর্তে ৩ জুন ফাইনাল হবে আমেদাবাদেদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এতেই হতাস বাংলার ক্রিকেট প্রেমিরা। এই খেলা সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনীতির সিকার বলেই মনে করছে ক্রিকেট প্রেমির একাংশ।

আরো পড়ুন : Gaisal Train Incident : ফের গাইসাল ট্রেন দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলছে শিলিগুড়ি-মালদা যাত্রীবা ট্রেন,দেখুন ভিডিও

প্রথা অনুযায়ী উদ্বীধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে আগের বারের চ্যাম্পিয়ান দিলের ঘরের মাঠে। এবার প্রথা ভেঙে দিয়ে সেটা আর হচ্ছে না। আর এবার কোথায় হবে আইপিএলের ফাইনাল সেই বিষয়ে মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলারের বৈঠকে তা ঠিক হয়।

আরো পড়ুন : Abhishek : দিল্লির ফোন মমতাকে, সিঁদুরের সর্বদলীয় কূটনৈতিক দলের তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক

সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় এবছর আইপিএলের আর কনো ম্যাচ হবে না কলকাতায়। ফাইনাল ম্যাচের পাশাপাশি প্লে-অফ পর্বের দু’টি ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে ইডেন থেকে। এছাড়াও বেঙ্গালুরু থেকেও সরানো হয়েছে একটি ম্যাচ।

আরো পড়ুন : Bratya Basu : আন্দলনের মাঝ পথেই ফাটল, ২৫০০ হাজার জন চাকরিহারা শিক্ষক সরকারের পাশে, কী বললেন ব্রাত্য ?

কেন ইডেন থেকে সরিয়ে দেওয়া হল আইপিএলের ফাইনাল ম্যাচ ?

কেন এবারের আইপিএলের ম্যাচ ইডেন থেকে সরিয়ে দেওয়া হল সেই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেনি বোর্ডের কর্তারা। তবে সূত্রে খবর আমেরিকার একটি বেসরকারি অ্যাপে পাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সেদিন কলকাতায় ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আরো পড়ুন : Siliguri : ব্যবসায়িক বৈঠক দিয়ে তিন দিনের উত্তরবঙ্গ সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

আইপিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আবহাওয়া এবং অন্যান্য পরামিতি বিবেচনা করে আইপিএল গভর্নিং কাউন্সিল প্লেঅফের নতুন ভেন্যু নির্ধারণ করেছে।”

আরো পড়ুন : MP Yusuf Pathan : অপারেশন সিঁদুর প্রতিনিধিদলের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তৃণমূলের ইউসুফ পাঠান,জানাল কারন

মৌসুমের মাঝামাঝি স্থগিতাদেশের পর, টুর্নামেন্টটি ১৭ মে পুনরায় শুরু হয়, বাকি ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যু, মুম্বাই, লখনউ, আহমেদাবাদ, দিল্লি, জয়পুর এবং মুল্লানপুর।

আরো পড়ুন : Gujarat : মোদী রাজ্য গুজরাতে ৭১ কোটির দুর্নীতি,গ্রেপ্তার মন্ত্রী পুত্র,প্রায় ১৬০ কোটি এখনও তদন্তাধীন, প্রশ্ন তৃণমূলের

আইপিএলের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার যখন টুর্নামেন্টটি মৌসুমের মাঝামাঝি সময়ে স্থগিত করা হয়েছে। প্রথমবারের মতো ২০২১ সালে, যখন কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে খেলা বন্ধ হয়ে যায়, যার ফলে প্রতিযোগিতার বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে বাধ্য হয়।

IPL-2025
IPL-2025

আরো পড়ুন : Mexican Ship’s Crash : মেক্সিকান নৌবাহিনীর পালতোলা নৌকা ব্রুকলিন ব্রিজে বিধ্বস্ত, নিহত ২,আহত ১৯, মেয়র জানিয়েছেন

Leave a Comment