India Water Strike :পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার স্ট্রাইক শুরু,চন্দ্রভাগার জলে ভাসতে চলেছে পাকিস্থান, দেখুন ভিডিও
India Water Strike
লক্ষী শর্মা : ভারতকে আঘাত হানার স্বপ্ন দেখছে পাকিস্তান। পাল্টা জবাবে ভারত কী করতে পারে পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। একেরপর এক ট্রেলার দেখিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী।

প্রথম প্রত্যাঘাত হিসেবে সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল বন্ধ করে দেওয়া হয় ভারতের তরফে। এতেই পাকিস্তানের শুকিয়ে মরার মতো অবস্থা হয়। কারন পাকিস্তানের কৃষিকাজ সিংহ ভাগই নির্ভরশীল এই জলের উপরেই।
আরো পড়ুন : Breaking :পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে ভারত, পাইলট জীবিত আটক
এবার আরো এক নয়া রন কৌশলে পাকিস্তানকে আরো এক ঝটকা দিল ভারত। ভারতের তরফে খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ।
আরো পড়ুন : S-400 : ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা, পাকিস্তান কিছুই করতে পারেনি, ভারতের ঢাল ‘সুদর্শন’
সেই বাঁধ খুলে দিতেই ব্যাপক ভাবে জল ঢুকছে পাকিস্তানে। যা বন্যার পরিস্থিতি তৈরীর আশঙ্কা করছে পাকিস্থান।

আরো পড়ুন : Jammu and Kashmir : সীমান্তে পাক সেনার টানা গুলি বর্ষণ, নিহত ১ সেনা সহ ৪ শিশু মোট ১৩ জন নিহত, আহত ৫৭
ভারতের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাঘাত হিসেবে পাকিস্থানের জম্য প্রথম ধাক্কা ছিল সিন্ধু চুক্তি স্থগিত করা। এরপরেই পাকিস্তানের প্রথম সারির নেতা ও মন্ত্রীরা জানিয়েছিল সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
আরো পড়ুন : 5 killed in helicopter crash : বড় দুর্ঘটনা, উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত,মৃত ৫ তীর্থযাত্রী, চলছে উদ্ধার অভিযান
পাকিস্তানের সেই হুমকির জবাবে ওয়াটার স্ট্রাইক হিসেবে প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখার পর রামবানে সালাল বাঁধের গেটের দুটির লক খুলে দেওয়া হয়েছে।
আর তার জেরেই হু হু করে ঢুকছে জল। যে কনো মুহুর্তে ভেসে যেতে পারে পাকিস্তানের সিয়ালকোট।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর