HMPV in India : ভারতে ঢুকে পড়েছে চিনা ভাইরাস HMPV, আক্রান্ত ৮ ও ৩ মাসের শিশু! কী বলছে চিকিৎসকেরা

HMPV in India : ভারতে ঢুকে পড়েছে চিনা ভাইরাস HMPV, আক্রান্ত ৮ ও ৩ মাসের শিশু! কী বলছে চিকিৎসকেরা

Contents

HMPV in India

মিষ্টু মুখার্জি : ভারতে ঢুকে পড়ল এইচএমপিভি (HMPV) ভাইরাস। আক্রান্ত হয়েছে দুটি শিশু। জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর টেস্ট রিপোর্ট করা হয় সেখানেই ওই শিশুর রিপোর্ট পজেটিভ আসে। এইচএমভিপি আক্রান্তের খবর মিলতেই সতর্কতা জারি হচ্ছে বিভিন্ন রাজ্যে। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করেছে উত্তর প্রদেশ সরকার।

বিগত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল ৮ ও ৩ মাসের দুই শিশু। এইচএমপিভি-র সঙ্গে মিল থাকায় বেসরকারি ব্যাপিস্ট হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট পজেটিভ আসে। তবে হাসপাতাল সূত্রে খবর ৩ মাশের শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : Kill 4 Nakshali : চলছে গুলিড় লড়াই, ছত্তিশগড়ের এনকাউন্টারে ৪ নকশাল, নিহত ১ পুলিশ কর্মী

HMPV in India
HMPV in India
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Chinese virus HMVP found in India

An 8 and 3 month old child was admitted with fever and shortness of breath for the past few days. Due to similarity with HMVP, sample testing was decided by private Baptist Hospital, Bangalore. The report comes back positive

Although the state government accepted the whereabouts of HMVP, the state government said that the child’s sample will be tested separately

আরো পড়ুন : 1 Woman Injured : ফের হাতির হামলা, হতির লাথিতে গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা

এই রোগের হদিশ মিলতেই কর্ণাটকের দ্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবে ওই শিশুর নমুনা পরীক্ষার করা হয়নি। রাজ্য সরকার এইচএমপিভি-র হদিশের কথা মেনে নিলেও রাজ্য সরকারের তরফে ওই শিশুটির আলাদাভাবে নমুনা পরীক্ষার করা হবে বলে জানানো হয়।

HMPV in India
HMPV in India

বিশ্ব এখনো করোনা ভাইরাসে ভুগছে। তারি মধ্যে দেখা গিয়েছে নতুন এইচএমপিভি সঙ্কট। এই ভাইরাসের প্রেক্ষাপট ভারত সরকারও সজাগ রয়েছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি বৈঠক ডেকেছে। স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট করেছে যে চিনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো পড়ুন : 4 soldiers killed : ফের গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি! মৃত্যু হয়েছে ৪ সেনা জাওয়ানের, আশঙ্কাজনক আরো ৩

এইদিকে দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের খবর পাওয়া মাত্রই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিডকালের মতে পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

প্রস্তুত রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা

এই রোগের বৃদ্ধির প্রধানত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি,এইচমপিভি (HMPV) ভাইরাসের কারনে, যা সাধারন ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা আবহাওয়ায় এই ভাইরাসের প্রভাব বেশি হয়ে থাকে। তাই প্রস্তুত রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও এবং যে কনো পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

HMPV in India
HMPV in India

আরো পড়ুন : 15 injured in road accident: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, উল্টেগেল পিকনিক বোঝাই বাস ! আহত কমপক্ষে ১৫

Leave a Comment