নিজস্ব সংবাদদাতা : এডসের মতো মারণ রোগের চিকিৎসায় এডসের মতো মারণ রোগের চিকিৎসার ওষুধ আবিষ্কার করার দাবি করেছে দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানি। দক্ষিণ আফ্রিকার ও উগান্ডায় পাঁচ হাজার জনের উপর তাঁদের আবিষ্কৃত নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার গবেষকেরা জানায়, ওষুধটির নাম লেনাক্যাপাভির। তাঁদের আবিষ্কৃত ওষুধটি ইঞ্জেকশনের মাধ্যমে বছরে দু’বার ছ’মাস অন্তর দেওয়া যেতে পারে।
তবে গবেষকদের দাবি ওষুধটি মানুষের শরীরে কার্যকারী হচ্ছে। ওষুধটি কতটা কার্যকর হচ্ছে সে দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’।
গবেষকরা আরো জানিয়েছে, তাঁদের তৈরি নতুন ওষুধটি শরীরের এইচআইভিক্র রুখতে শরীরের ভিতরে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবে। প্রসঙ্গত , এর আগে এডস প্ররোধে যে প্রতিষোধকগুলি তৈরি করা হয়েছিল, তাঁদের বেশির ভাগেরই কার্যকারিতার মেয়াদ এক মাসের বেশি স্থায়ী হয়নি।