High Court : বড় জয় রাজ্যের, ১০০ দিনের কাজে রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রকে এরিয়ার সমেত টাকা দিন : মমতা

High Court : বড় জয় রাজ্যের, ১০০ দিনের কাজে রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রিকে এরিয়ার সমেত টাকা দিন : মমতা

বিষয় সূচী:-

High Court

এসকে মোতাহার হোসেন : আগামী ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ ( মহত্মা গান্ধি রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম) চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রস্তাব দেন কেন্দ্রীয় কনো পোর্টালের মাধ্যমে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য। তাতেই শিলমোহর দিয়েছে কোলকাতা হাইকোর্ট।

আরো পড়ুন : Chhattisgarh : নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাওবাদী সহ ৩

High Court
High Court
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
এদিনের রায়ে বিচারপতি কী জানিয়েছেন

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনাম বলেন, যেহেতু তদন্ত চলছে, অর্থ পুনরুদ্ধার করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসল কথা হল, যাদের টাকা পাওয়ার কথা তাঁরা টাকা পাচ্ছে না। তাই অবিলম্বে এই প্রকল্প চালু করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নির্দেশ দেন ১ আগস্ট থেকে প্রকল্প চালু করতে হবে। আগস্ট মাসে এই মামলার ফের শুনানি রয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ এই মামলার নিযুক্ত নোডাল অফিসার রিপোর্ট দিয়ে উচ্চ আদালতে জানিয়েছেন, হাইকোর্টে নিযুক্ত ৪ সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের মোট ৪ টি জেলা , পূর্ব বর্ধমান, মালদা ,হুগলি এবং দার্জিলিং-এর জিটিএ এরিয়া পরিদর্শনে করে ১০০ দিনের কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতিতে মোট ২ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করেছে।

আরো পড়ুন : Weather Breaking: রাজ্যে বর্ষা ঢুকে পড়ল, সাত দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, উত্তর ও দক্ষিণে কোন কোন জেলায় ভারী বৃষ্টি ও দমকা হওয়া বইবে ? জেনে নিন

হাই কোর্ট পূর্বেই নির্দেশ দিয়েছিল উদ্ধার হওয়া অর্থ প্রকৃত প্রাপকদের মধ্যে যাতে দ্রুত বন্টন করা হয়। এদিনের রায়ে এবার রাজ্যের সব জেলাতেই ১ আগস্ট থেকে এই প্রকল্প চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

আরো পড়ুন : WB College Admission : পড়ুয়াদের জন্য এবার খুলেগেল রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল ! কী জানালেন শিক্ষামন্ত্র

কলকাতার হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, চার বছর ধরে ১০০ দিনের টাকা,আবাস যোজনার টাকা পাচ্ছে না রাজ্য। আমরা রিভিউ পিটিশনে যাবো।

গোটা বিষয়ে কেন্দ্র ক্ল্যারিফিকেশন চেয়েছিল ওঁরা। আমরা সবটাই করেছি। কেন্দ্রের তরফে ১৫৫ থেকে ১৫৬ টা টিম পাঠিয়েছে বাংলায়। তিনি বলেন, প্রথমে এরিয়ার দিক, যা বকেয়া টাকা আছে সেটাও দিন। আর বর্ধিত বকেয়াটাও দিন।

High Court
High Court

আরো পড়ুন : Fake Note : বাজারে প্রবেশ করেছে উচ্চমানের জাল নোট,কত টাকার নোট? সতর্কতা জারি সরকারের,জেনে নিন

Leave a Comment