Euro Cup Fainal 2024 : আটান্ন বছরেও কাটলনা ট্রিফির খরা ! ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শেরা স্পেন !

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ান হল স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ইউরোকাপের ফাইনালে উঠে হারের মুখ দেখতে হল ইংল্যান্ডকে। গত বার ট্রাইবেকারে ইটালির কাছে হারতে হয়েছিল তাঁদের। আটান্ন বছরেও কাটলনা ট্রিফির খরা। ইউরো কাপে ২০২৪-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেন।

ভারতীয় সময় রবিবার রাতে জার্মানির বার্লিনে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হল স্পেন। স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে ৪-২-৩-১ ছকে খেলান তাঁর দলকে। অপরদিকে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও ৩-৪-২-১ ছকে খেলান তাঁর দলকে। এদিন দু’দেশই শুরু থেকেই অ্যাটাকিং খেলতে শুরু করে। যদিও প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি।

৮৬ মিনিটে মিকেল ওয়ারসাবাল দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করে ফেলে স্পেন। যদিও ৮৯ মিনিটে ইংল্যান্ডের হয়ে হেডে গোল করার শেষ সুযোগ নষ্ট করে বেলিংহামরা। এই নিয়ে মোট চার বার ১৯৬৪, ২০০৮, ২০১২ ও ২০২৪ এর ইউরো শেরা হল স্পেন।

Leave a Comment