Euro Cup 2024 : গোল শূন্য ম্যাচে টাইব্রেকারে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিতে উঠল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : টানা উত্তেজনার মধ্যেই চলছিল ইউরো কাপের সেমিতে ওঠার লড়াই। মাঠে তখন কোয়াটার ফাইনালের যুদ্ধ শুরু দুই তারকা ফুটবলারের। একদিকে এমবাপের ফ্রান্স অপরদিকে রোনাল্ডোর পর্তুগাল।

কিন্তু ১২০ মিনিট খেলার পরেও ফলাফল পর্তুগাল-০ , ফ্রান্স -০ । শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। ইউরো থেকে বিদাই নিয়ে মাঠেই হতাশ হয়ে পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আগের ম্যাচে পর্তুগালের গোলরক্ষক ফেলিক্সি তিনটি পেনালটি বাঁচয়ে নায়ক হলেও ফ্রান্সের বিরুদ্ধে এ দিন পাঁচটি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি। ফ্রান্স সেমিফাইনালে খেলবে স্পেনের বিরুদ্ধে।

Leave a Comment